পাত্রপক্ষ দেখতে আসবে ? পোশাকের রং নির্বাচন করার আগে এগুলো জানা আবশ্যিক

Last Updated:
1/13
অনেক সময় যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও কোনও না কোনও কারণে বিয়ে পিছিয়ে যেতেই থাকে ৷ খুব স্বাভাবিকভাবেই মেয়ের বিয়ে নিয়ে সে সময় দুশ্চিন্তা হতে থাকে বাবা-মায়েদের ৷ তাই মেয়েকে পাত্রপক্ষের সামনে হাজির করার সময় পোশাকের রং নিয়ে দু’বার ভাবুন ৷ রাশি অনুসারে পোশাকের রঙ বাছুন ৷ ভাগ্য প্রসন্ন হবেই---
অনেক সময় যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও কোনও না কোনও কারণে বিয়ে পিছিয়ে যেতেই থাকে ৷ খুব স্বাভাবিকভাবেই মেয়ের বিয়ে নিয়ে সে সময় দুশ্চিন্তা হতে থাকে বাবা-মায়েদের ৷ তাই মেয়েকে পাত্রপক্ষের সামনে হাজির করার সময় পোশাকের রং নিয়ে দু’বার ভাবুন ৷ রাশি অনুসারে পোশাকের রঙ বাছুন ৷ ভাগ্য প্রসন্ন হবেই---
advertisement
2/13
মেষ রাশিঃ- হলুদ, মেরুন অথবা নীল রঙের শাড়ি পরান। সন্তানকে উত্তর-পূর্ব দিকে বসিয়ে সম্বন্ধ দেখাতে পারেন। অবশ্যই কাঠের টেবিল-চেয়ারে বসাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
মেষ রাশিঃ- হলুদ, মেরুন অথবা নীল রঙের শাড়ি পরান। সন্তানকে উত্তর-পূর্ব দিকে বসিয়ে সম্বন্ধ দেখাতে পারেন। অবশ্যই কাঠের টেবিল-চেয়ারে বসাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
3/13
বৃষ রাশিঃ- গাঢ় নীল রঙের শাড়ি পরাতে হবে এবং মেরুন রঙের পাড় হবে। সন্তানকে পশ্চিম দিকে মুখ করে কাঠের চেয়ার টেবিলে বসাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
বৃষ রাশিঃ- গাঢ় নীল রঙের শাড়ি পরাতে হবে এবং মেরুন রঙের পাড় হবে। সন্তানকে পশ্চিম দিকে মুখ করে কাঠের চেয়ার টেবিলে বসাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
4/13
মিথুন রাশিঃ- আর্দ্রা, পুনর্বসু কিংবা মৃগশিরা নক্ষত্র হলে হলুদ রঙের শাড়ি এবং মেরুন রঙের পাড়। সন্তানকে পশ্চিম দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
মিথুন রাশিঃ- আর্দ্রা, পুনর্বসু কিংবা মৃগশিরা নক্ষত্র হলে হলুদ রঙের শাড়ি এবং মেরুন রঙের পাড়। সন্তানকে পশ্চিম দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
5/13
কর্কট রাশিঃ- সন্তানকে মেরুন রঙের শাড়ি ব্যবহার করাতে হবে। দক্ষিণ দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে পারেন, কাঠের চেয়ারে বসে। ছবি: পিক্স্যাবে ৷
কর্কট রাশিঃ- সন্তানকে মেরুন রঙের শাড়ি ব্যবহার করাতে হবে। দক্ষিণ দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে পারেন, কাঠের চেয়ারে বসে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
6/13
সিংহ রাশিঃ- সাদা অথবা মেরুন রঙের শাড়ি বা চুড়িদার পরাতে পারেন। অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে এবং হাতে একটি হলুদ রঙের রুমাল নিয়ে। ছবি: পিক্স্যাবে ৷
সিংহ রাশিঃ- সাদা অথবা মেরুন রঙের শাড়ি বা চুড়িদার পরাতে পারেন। অবশ্যই দক্ষিণ দিকে মুখ করে এবং হাতে একটি হলুদ রঙের রুমাল নিয়ে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
7/13
কন্যা রাশিঃ- সাদা এবং সবুজ কম্বিনেশনে শাড়ি পরিয়ে উত্তর দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
কন্যা রাশিঃ- সাদা এবং সবুজ কম্বিনেশনে শাড়ি পরিয়ে উত্তর দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
8/13
তুলা রাশিঃ- সাদা এবং দুধ-আলতা রঙের কম্বিনেশনের শাড়ি পড়িয়ে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে পারেন। ছবি: পিক্স্যাবে ৷
তুলা রাশিঃ- সাদা এবং দুধ-আলতা রঙের কম্বিনেশনের শাড়ি পড়িয়ে দক্ষিণ-পূর্ব দিকে মুখ করে সম্বন্ধ দেখাতে পারেন। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
9/13
বৃশ্চিকঃ- মেরুন রঙের শাড়ি এবং তার সঙ্গে হলুদ রঙের পাড় ব্যবহার করতে পারেন। মেরুন রঙের চুড়িদার এবং হলুদ রঙের ওড়না পরাতে পারেন। দক্ষিণ দিক করে বসতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
বৃশ্চিকঃ- মেরুন রঙের শাড়ি এবং তার সঙ্গে হলুদ রঙের পাড় ব্যবহার করতে পারেন। মেরুন রঙের চুড়িদার এবং হলুদ রঙের ওড়না পরাতে পারেন। দক্ষিণ দিক করে বসতে হবে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
10/13
ধনু রাশিঃ- স্টিল রঙের পাড় যুক্ত স্টিল রঙের শাড়ি ব্যবহার করাতে পারেন সন্তানকে। উত্তর-পূর্ব কোণে মুখ রেখে কাঠের চেয়ারে বসান। ছবি: পিক্স্যাবে ৷
ধনু রাশিঃ- স্টিল রঙের পাড় যুক্ত স্টিল রঙের শাড়ি ব্যবহার করাতে পারেন সন্তানকে। উত্তর-পূর্ব কোণে মুখ রেখে কাঠের চেয়ারে বসান। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
11/13
মকর রাশিঃ- স্টিল রঙের পাড় এবং সাদা রঙের শাড়ি পরিধান করাতে পারেন সন্তানকে। অথবা মেরুন রঙও ব্যবহার করা যায়। উত্তর দিকে মুখ করে সন্তানকে বসান। ছবি: পিক্স্যাবে ৷
মকর রাশিঃ- স্টিল রঙের পাড় এবং সাদা রঙের শাড়ি পরিধান করাতে পারেন সন্তানকে। অথবা মেরুন রঙও ব্যবহার করা যায়। উত্তর দিকে মুখ করে সন্তানকে বসান। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
12/13
কুম্ভ রাশিঃ- সাদা শাড়ি আকাশী পাড় অথবা গাঢ় নীল রঙের শাড়ি ব্যবহার করাতে পারেন পূর্ব দিকে মুখ করে। ছবি: পিক্স্যাবে ৷
কুম্ভ রাশিঃ- সাদা শাড়ি আকাশী পাড় অথবা গাঢ় নীল রঙের শাড়ি ব্যবহার করাতে পারেন পূর্ব দিকে মুখ করে। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
13/13
মীন রাশিঃ- হলুদ রঙের পোশাক পরিধান করাতে পারেন। মেরুন রঙের পাড়। উত্তর দিকে সন্তানকে বসাবেন। ছবি: পিক্স্যাবে ৷
মীন রাশিঃ- হলুদ রঙের পোশাক পরিধান করাতে পারেন। মেরুন রঙের পাড়। উত্তর দিকে সন্তানকে বসাবেন। ছবি: পিক্স্যাবে ৷
advertisement
advertisement
advertisement