advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
• শুক্র: শুক্রের প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল সুগন্ধী বস্তু, সুতির বস্ত্র, হীরা, অতি উজ্জ্বল ও দামী রত্ন, হীরের গহনা, প্ল্যাটিনাম ও প্ল্যাটিনামের গয়না, গৃহসজ্জার দ্রব্য, তৈলচিত্রে বিচিত্র বস্তু, সৌখিন দ্রব্য, জায়ফল, জয়ত্রী, ত্রিফলা, রেশমী ও উজ্জ্বল বস্ত্র, সুগন্ধী পুস্প, টক স্বাদযুক্ত দ্রব্য, ছাতা, ক্ষার দ্রব্য, শৃঙ্গারের দ্রব্য, হাতির দাঁত ও সেই দাঁতজাত সৌখিন দ্রব্য, রঙিন দ্রব্য, রঙিন বস্ত্র, স্বচ্ছ বস্ত্র, সুন্দর ও আকর্ষক রঙিন পোশাক, জলে সঞ্চরণশীল বস্তু, ফিল্ম, ফোটোগ্রাফির দ্রব্য, সিল্কের সুতো ও সুতোজাত দ্রব্য প্রভৃতি।
advertisement
• শনি: শনির প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যাদি হল, কালো রঙের বস্তু, কাঁচা লোহা, পুরাতন উলের দ্রব্য, কালো নুন, নীল রঙের বস্তু, কড়া ও কষা- ঝাল বস্তু, কালো মোষ, উট, খচ্চর, কালো ঘোড়া, কালো ছোলা, মটর, কৃষ্ণ তেল, তিল, কম্বল, উল, পুরনো কাঠ, কাঠের অসাড় অংশ, কালো লঙ্কা, চুরি করা দ্রব্য, ছাগল, তিসি, অরন্ডী, বাদাম, কয়লা, সিমেণ্ট প্রভৃতি।
advertisement
• রাহু ও কেতু: রাহু ও কেতুর প্রভাবাধীন ব্যবসায়িক দ্রব্যগুলি হল উড়দ ডাল, গোমেদ, মজ্জা, শুয়োর, গাধা, পুরনো ও বিচিত্র দ্রব্য, লৌহ, চামড়ার দ্রব্য, ইলেকট্রনিক্স দ্রব্য, হাল্কা যন্ত্রাংশ, সার্কিট বোর্ড, ধূর্ত ব্যবসা ও ব্যবসায়ীর দ্রব্য, জুয়া ব্যবসা, রেস ও সাট্টার ব্যবসা, বহুজাতিক সংস্থার ব্যবসা, চিটফান্ডের ব্যবসা প্রভৃতি।