পাখির বাসার স্যুপ: পাখির লালা দিয়ে বোনা বাসা থেকে স্যুপ তৈরি করা হয় চিনে। খুব ধুমধাম করে খাওয়া হয়। এই পাখির থুতু বা লালা দিয়ে তৈরি বাসার স্যুপ পান করলে ত্বক সুন্দর হয় বলে চিনাদের বিশ্বাস। কেউ কেউ এর অনন্য স্বাদের জন্যও পাগল। মাত্র কয়েকশো গ্রাম ওজনের ভাল মানের
পাখির বাসার দাম 5,500 টাকা পর্যন্ত হতে পারে।