বিছানা ভিজিয়ে ফেলেছিল শিশু! হেয়ারড্রায়ার দিয়ে শুকোতে গিয়ে ঘুমিয়ে পড়লেন মা...তার পরই ভয়ঙ্কর কাণ্ড!
- Published by:Tias Banerjee
Last Updated:
Baby: ক্লান্তির জেরে গভীর ঘুমে ডুবে গিয়েছিলেন মা। আর তাতেই বিপত্তি ঘটে যায়। প্রায় তিন ঘণ্টা পর, বিকেল ৪টে নাগাদ ঘুম ভেঙে উঠে মা দেখেন ভয়ঙ্কর কাণ্ড...! কিন্তু তখন আর কিছু করার নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
তবে বিচারক এই যুক্তি মানতে রাজি হননি। তিনি বলেন, শিশুটি পাশ ফিরে শুতে পারে, উল্টে যেতে পারে কিংবা লাথি ছুড়তে পারে—এটা মায়ের বোঝা উচিত ছিল। শিক্ষিত ও অভিজ্ঞ হয়েও Wu কী ভাবে এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ করলেন, তা নিয়েও প্রশ্ন তোলেন আদালত। চিকিৎসকদের মতামত অনুযায়ী, শিশুটির হাঁটাচলার উপর এই আঘাত দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে।
advertisement
advertisement
advertisement