বিমানে 'জন্ম' নেওয়া শিশু কোন দেশের 'নাগরিকত্ব' পায় জানেন...? 'উত্তর' শুনলেই চমকাবেন!

Last Updated:
Child Citizenship: প্রশ্ন শুনে অবাক হচ্ছেন? নাকি আপনি জানেন এই প্রশ্নের সঠিক উত্তর? যদি না জেনে থাকেন এখনও তবে চটপট পরে ফেলুন এই প্রতিবেদনটি। আর যাঁরা জানেন তাঁরা চাইলে মিলিয়ে দেখতে পারেন আদৌ সঠিক উত্তর আপনার জানা কিনা।
1/15
সাধারণ জ্ঞানের চর্চায় এমন এমন সব তথ্য উঠে আসে যা আমাদের কার্যত চোখ কপালে তুলে দেয়। প্রশ্ন শুনে মন বলে ওঠে, কই এই প্রশ্নের উত্তর তো আমাদের জানা নেই? আবার কোনও কোনও তথ্য আমাদের এতটাই ঋদ্ধ করে যে আগামী দিনে বড় কোনও পরীক্ষায় তুরুপের তাস হয়ে যায় এই বিশেষ 'জ্ঞান' বা 'নলেজ'।
সাধারণ জ্ঞানের চর্চায় এমন এমন সব তথ্য উঠে আসে যা আমাদের কার্যত চোখ কপালে তুলে দেয়। প্রশ্ন শুনে মন বলে ওঠে, কই এই প্রশ্নের উত্তর তো আমাদের জানা নেই? আবার কোনও কোনও তথ্য আমাদের এতটাই ঋদ্ধ করে যে আগামী দিনে বড় কোনও পরীক্ষায় তুরুপের তাস হয়ে যায় এই বিশেষ 'জ্ঞান' বা 'নলেজ'।
advertisement
2/15
তাই সাধারণ জ্ঞানের নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি। আজ এই প্রতিবেদনে আমরা এমন একটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন তুলে ধরব ও তার উত্তর খোঁজার চেষ্টা করব যে প্রশ্ন প্রথমবার শুনলে আপনিও আমার মতোই আকাশ থেকে পড়বেন।
তাই সাধারণ জ্ঞানের নিয়মিত চর্চা অত্যন্ত জরুরি। আজ এই প্রতিবেদনে আমরা এমন একটি সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন তুলে ধরব ও তার উত্তর খোঁজার চেষ্টা করব যে প্রশ্ন প্রথমবার শুনলে আপনিও আমার মতোই আকাশ থেকে পড়বেন।
advertisement
3/15
আসলে কখনও কখনও মানুষের এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর দেওয়া একটু জটিল। এরকম একটি প্রশ্ন আজ তুলে ধরা যাক এই প্রতিবেদনে। আচ্ছা বলুন তো দেখি, দুটি দেশের মধ্যে উড়ন্ত বিমানে কোনও শিশু জন্মগ্রহণ করলে সেই শিশু কোন দেশের নাগরিকত্ব পাবে?
আসলে কখনও কখনও মানুষের এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর দেওয়া একটু জটিল। এরকম একটি প্রশ্ন আজ তুলে ধরা যাক এই প্রতিবেদনে। আচ্ছা বলুন তো দেখি, দুটি দেশের মধ্যে উড়ন্ত বিমানে কোনও শিশু জন্মগ্রহণ করলে সেই শিশু কোন দেশের নাগরিকত্ব পাবে?
advertisement
4/15
প্রশ্ন শুনে অবাক হচ্ছেন? নাকি আপনি জানেন এই প্রশ্নের সঠিক উত্তর? যদি না জেনে থাকেন এখনও তবে চটপট পরে ফেলুন এই প্রতিবেদনটি। আর যাঁরা জানেন তাঁরা চাইলে মিলিয়ে দেখতে পারেন আদৌ সঠিক উত্তর আপনার জানা কিনা।
প্রশ্ন শুনে অবাক হচ্ছেন? নাকি আপনি জানেন এই প্রশ্নের সঠিক উত্তর? যদি না জেনে থাকেন এখনও তবে চটপট পরে ফেলুন এই প্রতিবেদনটি। আর যাঁরা জানেন তাঁরা চাইলে মিলিয়ে দেখতে পারেন আদৌ সঠিক উত্তর আপনার জানা কিনা।
advertisement
5/15
ইতিমধ্যে আমরা প্রায়শই চলন্ত ট্রেন এবং বাসে শিশুর জন্মের খবর শুনেছি। কিন্তু ভাবুন তো, যদি উড়ন্ত বিমানে একটি শিশুর জন্ম হয় আচমকা?
ইতিমধ্যে আমরা প্রায়শই চলন্ত ট্রেন এবং বাসে শিশুর জন্মের খবর শুনেছি। কিন্তু ভাবুন তো, যদি উড়ন্ত বিমানে একটি শিশুর জন্ম হয় আচমকা?
advertisement
6/15
আসলে, একজন মহিলার সঙ্গেই এই রকমই একটি ঘটনা ঘটেছে। যেখানে ওই মহিলা সাত মাসের গর্ভবতী ছিলেন। আর এইসময় অর্থাৎ যখন তাঁর প্রসবের সময় বেশ কাছাকাছি এসে গিয়েছিল তখনই তিনি বিমানে ভ্রমণ করছিলেন।
আসলে, একজন মহিলার সঙ্গেই এই রকমই একটি ঘটনা ঘটেছে। যেখানে ওই মহিলা সাত মাসের গর্ভবতী ছিলেন। আর এইসময় অর্থাৎ যখন তাঁর প্রসবের সময় বেশ কাছাকাছি এসে গিয়েছিল তখনই তিনি বিমানে ভ্রমণ করছিলেন।
advertisement
7/15
কিন্তু হঠাৎ ফ্লাইটের মধ্যে তাঁর পেটে ব্যথা শুরু হয় এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই মহিলা আইভরি কোস্ট থেকে লন্ডনে ভ্রমণের সময় বিমানে তাঁর শিশু সন্তানের জন্ম দেন। প্রসঙ্গত, মহিলার সঙ্গে সেই সময় তাঁর স্বামীও ছিলেন না। শুধুমাত্র তার চার বছরের মেয়ে তাঁর সঙ্গে ভ্রমণ করছিল।
কিন্তু হঠাৎ ফ্লাইটের মধ্যে তাঁর পেটে ব্যথা শুরু হয় এবং তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই মহিলা আইভরি কোস্ট থেকে লন্ডনে ভ্রমণের সময় বিমানে তাঁর শিশু সন্তানের জন্ম দেন। প্রসঙ্গত, মহিলার সঙ্গে সেই সময় তাঁর স্বামীও ছিলেন না। শুধুমাত্র তার চার বছরের মেয়ে তাঁর সঙ্গে ভ্রমণ করছিল।
advertisement
8/15
মহিলা জানান উপযুক্ত চিকিৎসা পরামর্শ নেওয়ার পরই তিনি এই যাত্রা করেছিলেন। কিন্তু এই যাত্রার সময়, তাঁর আচমকা প্রসববেদনা শুরু হয় এবং বিমানেই তাঁর সন্তান প্রসব হয়। ফ্লাইটে উপস্থিত একজন ডাচ ডাক্তার তাঁকে প্রসব করান। শিশুটির জন্মের সময় বিমানটি ব্রিটিশ সীমান্ত থেকে মাত্র অল্প দূরে ছিল। বর্তমানে মেয়েটির বয়স ২৮ বছর এবং তার নাম শোনা।
মহিলা জানান উপযুক্ত চিকিৎসা পরামর্শ নেওয়ার পরই তিনি এই যাত্রা করেছিলেন। কিন্তু এই যাত্রার সময়, তাঁর আচমকা প্রসববেদনা শুরু হয় এবং বিমানেই তাঁর সন্তান প্রসব হয়। ফ্লাইটে উপস্থিত একজন ডাচ ডাক্তার তাঁকে প্রসব করান। শিশুটির জন্মের সময় বিমানটি ব্রিটিশ সীমান্ত থেকে মাত্র অল্প দূরে ছিল। বর্তমানে মেয়েটির বয়স ২৮ বছর এবং তার নাম শোনা।
advertisement
9/15
বিমানে বাচ্চা প্রসব করা খুবই বিরল, কারণ সেখানে বাতাস কম থাকে, যার ফলে শিশুর শ্বাস নিতে অসুবিধা হয়। গুরুতর সমস্যা হল, প্রসবের সময় কোনও সমস্যা হলে বা জরুরি সি-সেকশনের প্রয়োজন হলে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম নেই।
বিমানে বাচ্চা প্রসব করা খুবই বিরল, কারণ সেখানে বাতাস কম থাকে, যার ফলে শিশুর শ্বাস নিতে অসুবিধা হয়। গুরুতর সমস্যা হল, প্রসবের সময় কোনও সমস্যা হলে বা জরুরি সি-সেকশনের প্রয়োজন হলে উচ্চ প্রযুক্তির সরঞ্জাম নেই।
advertisement
10/15
এই কারণে, কিছু বিমান সংস্থা ২৭ সপ্তাহের পরে গর্ভবতী মহিলাদের বহন করতে অস্বীকৃতি জানায়, আবার কোনও কোনও বিমান সংস্থা ৪০ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী মহিলাদের মেডিক্যাল সার্টিফিকেট-সহ বহন করার অনুমতি দেয়।
এই কারণে, কিছু বিমান সংস্থা ২৭ সপ্তাহের পরে গর্ভবতী মহিলাদের বহন করতে অস্বীকৃতি জানায়, আবার কোনও কোনও বিমান সংস্থা ৪০ সপ্তাহ পর্যন্ত গর্ভবতী মহিলাদের মেডিক্যাল সার্টিফিকেট-সহ বহন করার অনুমতি দেয়।
advertisement
11/15
এখন প্রশ্ন হল, ৩৬,০০০ ফুট উচ্চতায় জন্ম নেওয়া শিশু নাগরিকত্ব পাবে কোথাকার?বিশেষজ্ঞদের মতে - এর জন্য কোনও একক নিয়ম নেই। কিন্তু মনে রাখবেন যে যে দেশ থেকে বিমানটি উড়ছে সেই দেশটিকে সেই বিমানের ভূমি বা অঞ্চল হিসাবে বিবেচনা করা হয়।
এখন প্রশ্ন হল, ৩৬,০০০ ফুট উচ্চতায় জন্ম নেওয়া শিশু নাগরিকত্ব পাবে কোথাকার?বিশেষজ্ঞদের মতে - এর জন্য কোনও একক নিয়ম নেই। কিন্তু মনে রাখবেন যে যে দেশ থেকে বিমানটি উড়ছে সেই দেশটিকে সেই বিমানের ভূমি বা অঞ্চল হিসাবে বিবেচনা করা হয়।
advertisement
12/15
১৯৬১ সালে, একটি চুক্তি প্রকাশিত হয়, যেখানে এই গল্পটি বলা হয়েছিল। প্রসঙ্গত, বেশিরভাগ দেশ রক্তের ভিত্তিতে শিশুদের নাগরিকত্ব দেয়। ১৯৬১ সালে সম্পাদিত চুক্তিটি এই ধরনের শিশুদের নাগরিকত্ব পেতে সাহায্য করে, যেখানে বিরোধ দেখা দেয়।
১৯৬১ সালে, একটি চুক্তি প্রকাশিত হয়, যেখানে এই গল্পটি বলা হয়েছিল। প্রসঙ্গত, বেশিরভাগ দেশ রক্তের ভিত্তিতে শিশুদের নাগরিকত্ব দেয়। ১৯৬১ সালে সম্পাদিত চুক্তিটি এই ধরনের শিশুদের নাগরিকত্ব পেতে সাহায্য করে, যেখানে বিরোধ দেখা দেয়।
advertisement
13/15
এক্ষেত্রে শিশুটি সেই দেশের নাগরিকত্ব পাবে যেখানে বিমান সংস্থাটি অবস্থিত। মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, যদি কোনও শিশু আন্তর্জাতিক জলসীমায় জন্মগ্রহণ করে, তাহলে জন্মস্থানটি সমুদ্র হিসেবে তালিকাভুক্ত করা উচিত। যদি বিমানে জন্মগ্রহণ করে, তাহলে তাকে 'বাতাসে জন্মানো' শিশু হিসেবে বিবেচনা করা উচিত।
এক্ষেত্রে শিশুটি সেই দেশের নাগরিকত্ব পাবে যেখানে বিমান সংস্থাটি অবস্থিত। মার্কিন পররাষ্ট্র দফতরের মতে, যদি কোনও শিশু আন্তর্জাতিক জলসীমায় জন্মগ্রহণ করে, তাহলে জন্মস্থানটি সমুদ্র হিসেবে তালিকাভুক্ত করা উচিত। যদি বিমানে জন্মগ্রহণ করে, তাহলে তাকে 'বাতাসে জন্মানো' শিশু হিসেবে বিবেচনা করা উচিত।
advertisement
14/15
ফ্লাইটে সন্তানের জন্ম আসলে বাবা-মা এবং বিমান সংস্থা উভয়ের জন্যই সুখবর। কারণ দেখা যায় বিমান সংস্থাগুলি এটির মাধ্যমে নিজেদের ব্যাপক প্রচার চালায়।
ফ্লাইটে সন্তানের জন্ম আসলে বাবা-মা এবং বিমান সংস্থা উভয়ের জন্যই সুখবর। কারণ দেখা যায় বিমান সংস্থাগুলি এটির মাধ্যমে নিজেদের ব্যাপক প্রচার চালায়।
advertisement
15/15
তাই এই শিশুটিকে ২১ বছর বয়স পর্যন্ত ওই বিশেষ বিমান কোম্পানির ফ্লাইটে বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগও দেয় বিমান সংস্থা। কারণ বিমান সংস্থার ক্ষেত্রে এটি খুবই বিশেষ একটি ঘটনা কারণ এই শিশুটি তাদেরই বিমানে জন্মগ্রহণ করেছে।
তাই এই শিশুটিকে ২১ বছর বয়স পর্যন্ত ওই বিশেষ বিমান কোম্পানির ফ্লাইটে বিনামূল্যে বিমান ভ্রমণের সুযোগও দেয় বিমান সংস্থা। কারণ বিমান সংস্থার ক্ষেত্রে এটি খুবই বিশেষ একটি ঘটনা কারণ এই শিশুটি তাদেরই বিমানে জন্মগ্রহণ করেছে।
advertisement
advertisement
advertisement