উত্তরপ্রদেশের চান্দৌলি স্টেশনে চারজন মেয়ে এবং ২ জন ছেলে ঘুরে বেড়াচ্ছিল, RPF জিজ্ঞাসাবাদ করতেই ফাঁস হল আসল কারণ !

Last Updated:
Chandauli News: উত্তরপ্রদেশের চান্দৌলি থেকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা সামনে এসেছে। রেলওয়ে স্টেশনে চার জন মেয়ে এবং দুই ছেলে একসঙ্গে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে।
1/5
Reporter- Nitin Goswami: রেলস্টেশনের চারপাশে নাবালক শিশুদের দেখা পাওয়া আমাদের দেশে খুব অস্বাভাবিক কোনও ঘটনা নয়। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ পথবাসী, স্টেশন চত্বরে অনেকেই আশ্রয় নেয়, তাদের শিশুরা সেখানে খেলে বেড়ায়। আরপিফ কর্মীরা তাদের চেনেন। জানেন তাদের নিত্যদিনের গতিবিধি। কিন্তু উত্তরপ্রদেশ থেকে এবার যে ঘটনা সামনে এল, তা একেবারে অন্যরকম। (Photo: AI/Representative Image)
Reporter- Nitin Goswami: রেলস্টেশনের চারপাশে নাবালক শিশুদের দেখা পাওয়া আমাদের দেশে খুব অস্বাভাবিক কোনও ঘটনা নয়। ভারতের জনসংখ্যার একটা বড় অংশ পথবাসী, স্টেশন চত্বরে অনেকেই আশ্রয় নেয়, তাদের শিশুরা সেখানে খেলে বেড়ায়। আরপিফ কর্মীরা তাদের চেনেন। জানেন তাদের নিত্যদিনের গতিবিধি। কিন্তু উত্তরপ্রদেশ থেকে এবার যে ঘটনা সামনে এল, তা একেবারে অন্যরকম।(Photo: AI/Representative Image)
advertisement
2/5
উত্তরপ্রদেশের চান্দৌলি থেকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা সামনে এসেছে। রেল স্টেশনে চারজন মেয়ে এবং দু’জন ছেলে একসঙ্গে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তখন আরপিএফের নজরে তারা আসে। তাঁরা ওই নাবালক শিশুদের কাছে তাদের পরিচয় জানতে চান। সত্য ঘটনা সামনে এলে তাঁদের পায়ের তলা থেকে ঠিক যেন মাটি সরে যায়। আসলে শিশুশ্রমের জন্য এই নাবালক শিশুদের পাচার করা হচ্ছিল। সতর্ক আরপিএফ কর্মীরা ছয় নাবালক শিশুকে নিরাপদে উদ্ধার করেন। এই পদক্ষেপটি ডিডিইউ রেলওয়ে স্টেশনে গৃহীত হয়েছিল। (Photo: AI/Representative Image)
উত্তরপ্রদেশের চান্দৌলি থেকে একটি অত্যন্ত গুরুতর ঘটনা সামনে এসেছে। রেল স্টেশনে চারজন মেয়ে এবং দু’জন ছেলে একসঙ্গে দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। তখন আরপিএফের নজরে তারা আসে। তাঁরা ওই নাবালক শিশুদের কাছে তাদের পরিচয় জানতে চান। সত্য ঘটনা সামনে এলে তাঁদের পায়ের তলা থেকে ঠিক যেন মাটি সরে যায়। আসলে শিশুশ্রমের জন্য এই নাবালক শিশুদের পাচার করা হচ্ছিল। সতর্ক আরপিএফ কর্মীরা ছয় নাবালক শিশুকে নিরাপদে উদ্ধার করেন। এই পদক্ষেপটি ডিডিইউ রেলওয়ে স্টেশনে গৃহীত হয়েছিল। (Photo: AI/Representative Image)
advertisement
3/5
শিশু পাচারের উদ্দেশ্য: চান্দৌলির ডিডিইউ জংশনে আরপিএফ একটি বড় পদক্ষেপ নিয়েছে। তারা মানব পাচারের একটি ঘটনা উন্মোচন করেছে। ৪ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক পরিস্থিতিতে ছয় নাবালক শিশুকে পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি নাবালক মেয়ে এবং দুটি নাবালক ছেলে রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই শিশুদের ঝাড়খণ্ড থেকে গুজরাতের রাজকোটে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে তাদের একটি আইসক্রিম কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ করা হবে। (Photo: AI/Representative Image)
শিশু পাচারের উদ্দেশ্য: চান্দৌলির ডিডিইউ জংশনে আরপিএফ একটি বড় পদক্ষেপ নিয়েছে। তারা মানব পাচারের একটি ঘটনা উন্মোচন করেছে। ৪ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনক পরিস্থিতিতে ছয় নাবালক শিশুকে পাওয়া গিয়েছে। এর মধ্যে চারটি নাবালক মেয়ে এবং দুটি নাবালক ছেলে রয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় যে এই শিশুদের ঝাড়খণ্ড থেকে গুজরাতের রাজকোটে নিয়ে যাওয়া হচ্ছিল, যেখানে তাদের একটি আইসক্রিম কারখানায় শ্রমিক হিসেবে নিয়োগ করা হবে।(Photo: AI/Representative Image)
advertisement
4/5
একজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে: তবে, একটুর জন্য পাচারের হাত থেকে রক্ষা লাভ করার ঘটনায় ওই চার নাবালক মেয়ে এবং দুই নাবালক ছেলে একেবারে একা ছিল না। এক শিশুপাচারকারীকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে। ওই ৬ শিশুকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই পাচারকারীর সন্ধান পাওয়া যায়। এর পর আরপিএফ ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডের লাতেহারের বাসিন্দা কৃষ্ণ কুমারকে আটক করে। তাঁর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ রয়েছে। অভিযুক্তকে মুঘলসরাই কোতোয়ালি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সকল নাবালক শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মামলায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। (Photo: AI/Representative Image)
একজন পাচারকারীকেও গ্রেফতার করা হয়েছে: তবে, একটুর জন্য পাচারের হাত থেকে রক্ষা লাভ করার ঘটনায় ওই চার নাবালক মেয়ে এবং দুই নাবালক ছেলে একেবারে একা ছিল না। এক শিশুপাচারকারীকেও গ্রেফতার করা সম্ভব হয়েছে। ওই ৬ শিশুকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ওই পাচারকারীর সন্ধান পাওয়া যায়। এর পর আরপিএফ ঘটনাস্থল থেকে ঝাড়খণ্ডের লাতেহারের বাসিন্দা কৃষ্ণ কুমারকে আটক করে। তাঁর বিরুদ্ধে শিশু পাচারের অভিযোগ রয়েছে। অভিযুক্তকে মুঘলসরাই কোতোয়ালি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া সকল নাবালক শিশুকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে এবং মামলায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।(Photo: AI/Representative Image)
advertisement
5/5
পুলিশ যা বলেছে: আরপিএফ ইন্সপেক্টর প্রদীপ কুমার রাওয়াত বলেন, অভিযুক্তকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মানব পাচারের নেটওয়ার্কে আর কারা জড়িত তা নির্ধারণের চেষ্টা করছে পুলিশ। (Photo: AI/Representative Image)
পুলিশ যা বলেছে: আরপিএফ ইন্সপেক্টর প্রদীপ কুমার রাওয়াত বলেন, অভিযুক্তকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই মানব পাচারের নেটওয়ার্কে আর কারা জড়িত তা নির্ধারণের চেষ্টা করছে পুলিশ। (Photo: AI/Representative Image)
advertisement
advertisement
advertisement