Chanakya Niti: সারাজীবনই গরিব থেকে যাবেন...এই ৪ অভ্যাসের মধ্যে আপনার কোনওটা আছে নাকি? চাণক্যর এই কথা ফলে যায় মন্ত্রের মতো
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
এই নীতিগুলোর মধ্যেই চাণক্য এমন কিছু অভ্যাসের কথাও উল্লেখ করেছেন, যা কারও থাকলে সে সর্বদা দরিদ্র অবস্থায় থাকে এবং কখনও টাক ধরে রাখতে পারে না। আসুন জেনে নিই, কোন সেই অভ্যাস যা চাণক্যের মতে কোনও ব্যক্তিকে সর্বদা দরিদ্র করে রাখে।
নীতিশাস্ত্রে আচার্য চাণক্য মানবজাতির সঙ্গে সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ এবং গভীর বিষয়ে আলোচনা করেছেন এবং সেগুলো নিয়ে বিশদভাবে ব্যাখ্যা দিয়েছেন, যাতে মানুষ সফল, সমৃদ্ধ ও উন্নত জীবন লাভ করতে পারে। আচার্য চাণক্য একজন মহান অর্থনীতিবিদ ও কৌশলবিদ ছিলেন। তাঁকে তাঁর সময়ে একজন দক্ষ উপদেষ্টা হিসেবে গণ্য করা হতো, যাঁর কাছ থেকে পরামর্শ নিতে বহু দূর-দূরান্ত থেকে মানুষ আসত। তবে, বর্তমান সময়েও আচার্য চাণক্যের উপদেশ অত্যন্ত কার্যকরী বলে প্রমাণিত হয়। AI Generated image
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
অহেতুক ঋণ গ্রহণ করা উচিত নয়। আচার্য চাণক্য বলেন, ব্যক্তির কখনোই অকারণে কারও কাছ থেকে ঋণ নেওয়া উচিত নয়। কারণ, এই অভ্যাস মানুষকে সর্বদা ঋণের বোঝায় ডুবিয়ে রাখে। এই অভ্যাসের কারণে লোকেরা অর্থ সঞ্চয় করতে পারে না, এবং তারা সারাজীবন ঋণ পরিশোধ করতেই ব্যস্ত থাকে। তাই অর্থের সঠিক ব্যবস্থাপনা করা এবং অহেতুক ঋণ না নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।