আজ থেকে শুরু বাসন্তী পুজো ৷ শরৎকালে অকালবোধনের সময়ে বাঙালিরা মেতে ওঠেন দুর্গাপুজোয় ৷ সে সময় মা দুর্গার পুজোতে নিষ্ঠাভরে পুজো করেন সকলেই ৷ দেবী মহামায়ার আরধনায় ব্রতী হন ভক্তরা ৷ এ বার চৈত্র মাসের বাসন্তী পুজো ৷ চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথি থেকে শুরু হয়ে নবমী তিথি পর্যন্ত চলে দেবী দুর্গার নয়টি রূপের বন্দনা। অবশ্য, দেবীকে এই উৎসবের একেক রাতে একেক রূপে উপাসনার রীতি দেশের কিছু অংশে চোখে পড়ে, যেমন, উত্তর ভারতে, মধ্য ভারতে আর দক্ষিণ ভারতের কিছু অংশে।