সারাবছর ৪ বার হয় নবরাত্রি ৷ বাসন্তী পুজোর সময়কার তিথিকে বলা হয় চৈত্র নবরাত্রি ৷ শরৎ নবরাত্রি, চৈত্র নবরাত্রি, গুপ্ত নবরাত্রি এবং মাঘ নবরাত্রি। চৈত্র নবরাত্রি মার্চ এপ্রিল মাসে বা চৈত্র মাসেই পড়ে। চৈত্র নবরাত্রি ২৫ মার্চ থেকে শুরু হচ্ছে। যার সমাপ্তি হবে আগামী ২ এপ্রিল।