Oldest city: বিশ্বের সবথেকে প্রাচীন শহর! এক সময় প্যারিসকেও টেক্কা দিত, এখন তার হাল জানলে অবাক হবেন
- Published by:Sayani Rana
- trending desk
Last Updated:
লেবাননের রাজধানী হল বেইরুট। আর বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম হল এটি। এমনকী ইতিহাস বলছে যে, এই শহরটি পাঁচ হাজারেরও বেশি বছরের পুরনো।
লেবাননের রাজধানী হল বেইরুট। আর বিশ্বের প্রাচীনতম শহরগুলির মধ্যে অন্যতম হল এটি। এমনকী ইতিহাস বলছে যে, এই শহরটি পাঁচ হাজারেরও বেশি বছরের পুরনো। ষোলো শতক থেকে ১৯১৮ সাল পর্যন্ত সেখানে ছিল অটোমান সাম্রাজ্যের রাজত্ব। বেইরুট ছাড়াও বিশ্বের পুরনো শহরগুলির মধ্যে অন্যতম ছিল দামাস্কাস, জেরুজালেম এবং জেরিকো।
advertisement
আজ থেকে প্রায় ৫৬ বছর আগে অর্থাৎ ১৯৬৮ সালের ২৮ ডিসেম্বর বেইরুট আক্রমণ করে ইজরায়েল। এই হামলায় ১৩টি বিমান ধ্বংস হয়ে গিয়েছিল। ঘটনার ছাপ্পান্ন বছর কেটে যাওয়ার পরেও ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবাননের উদ্দেশ্যে ফের হুঙ্কার দিয়েছেন যে, যদি লেবাননের জঙ্গি প্রতিষ্ঠান হিজবুল্লাহ ইজরায়েলের বিরুদ্ধে দ্বিতীয় ফ্রন্ট তৈরি করেন, তাহলে বেইরুট এবং দক্ষিণ লেবাননকে তার মাসুল গুনতে হবে। এইসব বিতর্কের মাঝেই বেইরুটের বিষয়ে কিছু অনন্য কথা জেনে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement