মানুষ কি সাপের ডিম খেতে পারে? খেলে শরীরের উপর কী প্রভাব পড়ে? বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন সত্যিটা।
- Published by:Tias Banerjee
- local18
Last Updated:
ভারতে সাপের ডিম খাওয়া বিরল ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ, এতে ব্যাকটেরিয়া ও অ্যালার্জির আশঙ্কা থাকে। মহাদেব প্যাটেল ও লোকাল ১৮ বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
ভারতে মুরগির ডিম খাওয়ার চল বেশ জনপ্রিয়। অমলেট থেকে শুরু করে নানা রান্নায়, এমনকি ম্যাগির মতো খাবারেও ডিমের ব্যবহার দেখা যায়। সম্প্রতি একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে—সাপের ডিম কি খাওয়া যায়? একসঙ্গে পাঁচটি সাপের ডিম খেলে কি মৃত্যু হতে পারে? এই বিষয়ে সঠিক তথ্য দিয়েছেন লোকাল ১৮-এর বিশেষজ্ঞরা। (রিপোর্ট: দীপক পান্ডে/খারগোন)
advertisement
advertisement
advertisement
উদাহরণস্বরূপ, সাপের ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া থাকতে পারে, যা ফুড পয়জনিংয়ের কারণ হয়। আবার কিছু মানুষের ক্ষেত্রে সাপের ডিমে অ্যালার্জি দেখা দিতে পারে। এর ফলে ত্বকে ফুসকুড়ি, চুলকানি, শ্বাসকষ্ট এমনকি অ্যানাফাইল্যাক্সিসের মতো গুরুতর সমস্যাও হতে পারে। তবে সাপের ডিম বিষাক্ত নয়, তাই সেগুলি খেলে সরাসরি মৃত্যু হতে পারে না।
advertisement
বিশেষজ্ঞদের মতে, বেশিরভাগ সাপের ডিমে কোনও বিষ থাকে না। কারণ সাপের বিষ তৈরি হয় দাঁতের পিছনের গ্রন্থিতে, ডিমে তা সরাসরি থাকে না। তবে ডিম থেকে ভ্রূণ তৈরি হয়ে গেলে, ভবিষ্যতে সেই সাপ বিষধর হতে পারে। কিন্তু ডিম পাড়ার সময় সেগুলি সম্পূর্ণ বিষমুক্ত থাকে। তাই সাপের ডিম খেয়ে বিষক্রিয়ার আশঙ্কা খুবই কম।
advertisement
advertisement
advertisement









