একটার পর একটা...! 'গোপনে' কাজ সারছিল পরিচারিকা, ক্যামেরার ফুটেজ Check করতেই এ কী? সামনে এল 'সত্যি'...!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Camera: সম্প্রতি এমনই একটি ঘটনা সকলের চোখ খুলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মধ্যপ্রদেশের ইন্দোরের এই চমকপ্রদ ঘটনার ভিডিও সামনে এসেছে, যেখানে একজন পরিচারিকাকে এমন কাজ করতে দেখা গিয়েছে যা বাড়ির লুকোনো ক্যামেরায় সরাসরি ধরা পড়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ব্যবসায়ী দিব্যরত্ন তিওয়ারি জানান, তাঁর বাড়িতে তাঁর স্ত্রী অঞ্জলি, বাবা-মা এবং বোন থাকেন। গত কয়েকদিন ধরেই বাড়ি থেকে মূল্যবান রত্ন, সোনাদানা একে একে উধাও হতে শুরু করাতে তাঁর সন্দেহ হয়। মূল্যবান সামগ্রীর সেই তালিকায় ছিল সোনার চুড়ি, একটি নেকলেস, তিনটি ব্রেসলেট, একটি মঙ্গলসূত্র এবং বেশ কিছু নগদ টাকা।
advertisement
advertisement