Budh Pradosh 2021: স্বামী-স্ত্রী’র মঙ্গল কামনায় পালিত হয় বুধ প্রদোষ ব্রত, জেনে নিন শুভক্ষণ
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
প্রতি মাসের ত্রয়োদশীতেই প্রদোষ ব্রত পালন করা হয় । শুক্ল পক্ষ ও কৃষ্ণ পক্ষ, দুই পক্ষেই এই তিথি আসে অর্থাৎ মাসে দু’বার পালিত হয় এই প্রদোষ ব্রত ।
• ভগবান শিব ও মাতা পার্বতীর ব্রত হল এই প্রদোষ ব্রত । প্রচলিত আছে, সবার প্রথমে চন্দ্র এই ব্রত পালন করেছিলেন। এরপরই শিবের আশীর্বাদে তিনি ক্ষয় রোগ থেকে মুক্তি পান। ধর্মীয় ধারণা অনুযায়ী, প্রদোষ ব্রত পালন করলে দু’টি গরু দানের সমান ফল লাভ করা যায়। প্রদোষ ব্রত সম্পর্কে প্রচলিত ধারণা অনুযায়ী, ত্রয়োদশী তিথিতে শিব অত্যন্ত প্রসন্ন থাকেন এবং সন্ধ্যার সময় কৈলাস পর্বতে নিজের রজত ভবনে নৃত্য করেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement