সোনার প্রাসাদ, হিরে-জহরত থেকে শুরু করে কয়েকশো বিলাসবহুল গাড়ি; ব্রুনেইয়ের সুলতানের সম্পত্তির পরিমাণ দেখলে ধাঁধিয়ে যাবে চোখ

Last Updated:
বিলাসবহুল জীবনযাত্রার কারণে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠে গিয়েছে।
1/7
আনন্দ থাকলে দুঃখ থাকবে। আবার পরাজয় থাকলে জয়ও থাকবে। আর দারিদ্র্য থাকলে সমৃদ্ধিও থাকবে। অর্থাৎ কয়েনের দু’টি পিঠ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিরাজ করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের গ্রাসাচ্ছাদনটুকু জোগাতে নাভিশ্বাস উঠে যায়। আবার উল্টো দিকে এমনও মানুষ আছেন, যাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিলাসব্যসন উপভোগ করেন। আজ এমনই একজনের কথা আমরা এই প্রতিবেদনে বলব। তাঁর নাম সুলতান হাসানাল বোলকিয়াহ। তিনি আসলে ব্রুনেইয়ের সুলতান।
আনন্দ থাকলে দুঃখ থাকবে। আবার পরাজয় থাকলে জয়ও থাকবে। আর দারিদ্র্য থাকলে সমৃদ্ধিও থাকবে। অর্থাৎ কয়েনের দু’টি পিঠ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই বিরাজ করে। আমাদের চারপাশে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের গ্রাসাচ্ছাদনটুকু জোগাতে নাভিশ্বাস উঠে যায়। আবার উল্টো দিকে এমনও মানুষ আছেন, যাঁরা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিলাসব্যসন উপভোগ করেন। আজ এমনই একজনের কথা আমরা এই প্রতিবেদনে বলব। তাঁর নাম সুলতান হাসানাল বোলকিয়াহ। তিনি আসলে ব্রুনেইয়ের সুলতান।
advertisement
2/7
আর বিলাসবহুল জীবনযাত্রার কারণে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠে গিয়েছে।ব্রুনেই আদতে এশিয়া মহাদেশেরই একটি দেশ। মালয়েশিয়া এবং দক্ষিণ চিন সাগর দ্বারা বেষ্টিত এই ব্রুনেই মূলত দ্বীপপুঞ্জের দেশ। এখানকার অসাধারণ সমুদ্রসৈকত এবং রেনফরেস্টের বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইনডেক্স বলছে, ২০২১ সালের হিসেব অনুযায়ী, এই দেশের জনসংখ্যা মাত্র ৪.৪৫ লক্ষ। যা নয়ডার জনসংখ্যার তুলনাতে অনেকটাই কম। তবে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে, ছোট্ট এই দেশটির সুলতানকে বিশ্বের সবথেকে ধনী রাজা বলে গণ্য করা হয়।
আর বিলাসবহুল জীবনযাত্রার কারণে ইতিমধ্যেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে তাঁর নাম উঠে গিয়েছে।ব্রুনেই আদতে এশিয়া মহাদেশেরই একটি দেশ। মালয়েশিয়া এবং দক্ষিণ চিন সাগর দ্বারা বেষ্টিত এই ব্রুনেই মূলত দ্বীপপুঞ্জের দেশ। এখানকার অসাধারণ সমুদ্রসৈকত এবং রেনফরেস্টের বিশ্বের পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইনডেক্স বলছে, ২০২১ সালের হিসেব অনুযায়ী, এই দেশের জনসংখ্যা মাত্র ৪.৪৫ লক্ষ। যা নয়ডার জনসংখ্যার তুলনাতে অনেকটাই কম। তবে অনেকেই হয়তো বিশ্বাস করবেন না যে, ছোট্ট এই দেশটির সুলতানকে বিশ্বের সবথেকে ধনী রাজা বলে গণ্য করা হয়।
advertisement
3/7
কিন্তু তা বলে বিশ্বরেকর্ড? প্রশ্ন হচ্ছে, সেটা কেন অর্জন করলেন ব্রুনেইয়ের সুলতান? আসলে নিজের বিলাসবহুল জীবনের কারণেই ব্রুনেইয়ের রাজার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে। তাঁর গাড়িশালে রাখা সমস্ত গাড়ির মূল্যই প্রায় ৪০০০ কোটি। তাঁর ব্যক্তিগত গাড়ির সংগ্রহের তালিকায় রয়েছে রোলস রয়েস, বেন্টলির মতো বিলাসবহুল গাড়ি। Photo: AP
কিন্তু তা বলে বিশ্বরেকর্ড? প্রশ্ন হচ্ছে, সেটা কেন অর্জন করলেন ব্রুনেইয়ের সুলতান? আসলে নিজের বিলাসবহুল জীবনের কারণেই ব্রুনেইয়ের রাজার নাম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নথিভুক্ত হয়েছে। তাঁর গাড়িশালে রাখা সমস্ত গাড়ির মূল্যই প্রায় ৪০০০ কোটি। তাঁর ব্যক্তিগত গাড়ির সংগ্রহের তালিকায় রয়েছে রোলস রয়েস, বেন্টলির মতো বিলাসবহুল গাড়ি। Photo: AP
advertisement
4/7
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ব্রুনেইয়ের সুলতানের সংগ্রহে রয়েছে প্রায় ৩০০টি ফেরারি এবং ৫০০টি রোলস রয়েস গাড়ি। আর মজার বিষয় হল, তাঁর সংগ্রহে থাকা অর্ধেকেরও বেশি গাড়ি কেনা হয়েছে ১৯৯০ সাল নাগাদ। এছাড়া তাঁর সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়ির তালিকা বেশ লম্বা। কারণ শোনা যায়, সুলতানের গাড়িশালে স্থান পেয়েছে ২৫০টিরও বেশি ল্যাম্বরদিনি, ২৫০টিরও বেশি অ্যাস্টন মার্টিনস, ১৭০টিরও বেশি বুগাটি, ২৩০টিরও বেশি পর্শে, ৩৫০টিরও বেশি বেন্টলি, ৪৪০টিরও বেশি মার্সিডিজ, ২৬০টিরও বেশি অডি, ২৩০টিরও বেশি বিএমডব্লিউ, ২২০টিরও বেশি জাগুয়ার এবং ১৮০টিরও বেশি ল্যান্ড রোভার।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, ব্রুনেইয়ের সুলতানের সংগ্রহে রয়েছে প্রায় ৩০০টি ফেরারি এবং ৫০০টি রোলস রয়েস গাড়ি। আর মজার বিষয় হল, তাঁর সংগ্রহে থাকা অর্ধেকেরও বেশি গাড়ি কেনা হয়েছে ১৯৯০ সাল নাগাদ। এছাড়া তাঁর সংগ্রহে থাকা বিলাসবহুল গাড়ির তালিকা বেশ লম্বা। কারণ শোনা যায়, সুলতানের গাড়িশালে স্থান পেয়েছে ২৫০টিরও বেশি ল্যাম্বরদিনি, ২৫০টিরও বেশি অ্যাস্টন মার্টিনস, ১৭০টিরও বেশি বুগাটি, ২৩০টিরও বেশি পর্শে, ৩৫০টিরও বেশি বেন্টলি, ৪৪০টিরও বেশি মার্সিডিজ, ২৬০টিরও বেশি অডি, ২৩০টিরও বেশি বিএমডব্লিউ, ২২০টিরও বেশি জাগুয়ার এবং ১৮০টিরও বেশি ল্যান্ড রোভার।
advertisement
5/7
ব্রুনেইয়ের সুলতান যেরকম বিলাসবহুল জীবন কাটান, সেটা অধিকাংশ মানুষের কাছেই যেন স্বপ্ন। ১৯৮৪ সালে তিনি ব্রুনেইয়ের রাজসিংহাসনে আসীন হন। এরপরে বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং সুলতানের পদ সামলান। আর তাঁর রাজপ্রাসাদের সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা মুশকিল।
ব্রুনেইয়ের সুলতান যেরকম বিলাসবহুল জীবন কাটান, সেটা অধিকাংশ মানুষের কাছেই যেন স্বপ্ন। ১৯৮৪ সালে তিনি ব্রুনেইয়ের রাজসিংহাসনে আসীন হন। এরপরে বর্তমানে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং সুলতানের পদ সামলান। আর তাঁর রাজপ্রাসাদের সৌন্দর্য তো ভাষায় প্রকাশ করা মুশকিল।
advertisement
6/7
প্রতিবেদন থেকে জানা যায়, ইস্তানা নুরুল ইমান প্যালেস নামে প্রসিদ্ধ সুলতানের এই রাজপ্রাসাদের গম্বুজটি ২২ ক্যারাট সোনা দিয়ে তৈরি। যার মূল্য প্রায় ২৫৫০ কোটি টাকা। ২০ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই রাজপ্রাসাদে রয়েছে ৫টি স্যুইমিং পুল, ১৭০০টি ঘর, ২০০টি শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল এবং ১০০টি গ্যারাজ।
প্রতিবেদন থেকে জানা যায়, ইস্তানা নুরুল ইমান প্যালেস নামে প্রসিদ্ধ সুলতানের এই রাজপ্রাসাদের গম্বুজটি ২২ ক্যারাট সোনা দিয়ে তৈরি। যার মূল্য প্রায় ২৫৫০ কোটি টাকা। ২০ লক্ষ বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত এই রাজপ্রাসাদে রয়েছে ৫টি স্যুইমিং পুল, ১৭০০টি ঘর, ২০০টি শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবল এবং ১০০টি গ্যারাজ।
advertisement
7/7
এখানেই শেষ নয়, ব্রুনেইয়ের সুলতানের কাছে রয়েছে একটি স্বর্ণখচিত প্রাইভেট জেটও। যার মূল্য প্রায় ৩০০০ কোটি টাকারও বেশি। এমনকী উড়ানের ভিতরে যে বেসিনটি রয়েছে, সেটাও সোনার তৈরি। আর উড়ানের অন্দরে যে বিলাসবহুল সামগ্রী আছে, তার মূল্য ৯৫০ কোটি টাকারও বেশি। এছাড়া সুলতানের কাছে রয়েছে প্রায় ৯২ কোটি টাকা মূল্যের হিরেও। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ২.৮৮ লক্ষ কোটি টাকা।
এখানেই শেষ নয়, ব্রুনেইয়ের সুলতানের কাছে রয়েছে একটি স্বর্ণখচিত প্রাইভেট জেটও। যার মূল্য প্রায় ৩০০০ কোটি টাকারও বেশি। এমনকী উড়ানের ভিতরে যে বেসিনটি রয়েছে, সেটাও সোনার তৈরি। আর উড়ানের অন্দরে যে বিলাসবহুল সামগ্রী আছে, তার মূল্য ৯৫০ কোটি টাকারও বেশি। এছাড়া সুলতানের কাছে রয়েছে প্রায় ৯২ কোটি টাকা মূল্যের হিরেও। সব মিলিয়ে তাঁর সম্পত্তির পরিমাণ ২.৮৮ লক্ষ কোটি টাকা।
advertisement
advertisement
advertisement