এভাবেই সাজিয়ে নিন লিভিং রুম, আড্ডা হবে জমজমাট !
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
পুজোতে আর বেশি দেরি নেই। নতুন জামা রেডি, শাড়ি, জুতো থেকে শুরু করে ব্যাগ সব এক্কেবারে রেডি। এবার পালা ঘরের পালা। সুরু করা জাক লিভিং রুম দিয়ে। বাড়িতে পার্টি হোক বা মিটিং, গেট টুগেদার হোক কিংবা রোববারের সপরিবার আড্ডা সবটাই কিন্ত্ত লিভিং রুমে হয়। তাই সবার আগে সাজিয়ে নিন বসার ঘরটিকে। (Photo Collected)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বসার ঘরে কার্পেট বিছিয়ে রাখে অনেকেরই থাকে। তবে কার্পেট পাতারও নির্দিষ্ট নিয়ম থাকে। সবসময় ঘরের মাঝখানে কার্পেট পাতা উচিত৷ বড় আকারের কার্পেট পাতলে ঘর বড় বলে মনে হয়। কিন্ত্ত মাথায় রাখবেন দেওয়াল থেকে কার্পেটটি যেন কিছুটা দূরে থাকে৷ ঘর বড় হলে ২-৩ রকম কার্পেট পাততে পারেন, দেখতে অন্যরকম লাগবে। (Photo Collected)
advertisement
advertisement
advertisement