Mithun Chakraborty: ৪ মাসও টেকেনি বিয়ে, মিঠুনের প্রথম স্ত্রী কে? শেষ হয়েছিল খুব বিশ্রী ভাবে

Last Updated:
Helena Luke and Mithun Chakraborty Painful Breakup: আমরা এখন অনেকেই ভুলতে বসেছি যে, একসময় শ্রীদেবী এবং সারিকার সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল৷ এমনকি, এ-ও লোকজন বলত যে, শ্রীদেবীর সঙ্গে নাকি মিঠুন গোপনে বিয়ে করেছেন৷
1/7
সম্প্রতি 'সা রে গা মা পা' অনুষ্ঠানে তাঁর এবং এক মহিলার খুবই বেদনাদায়ক বিচ্ছেদের কাহিনি শুনিয়েছেন মিঠুন চক্রবর্তী৷ তবে সেই মহিলা কে, সে বিষয়ে খোলসা করে ন্যাশনাল টেলিভিশনে কিছুই জানাননি তিনি৷ তবে, মিঠুনের এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই তাঁর একের পর এক প্রেমের গল্প চর্চায় উঠে এসেছে৷
সম্প্রতি 'সা রে গা মা পা' অনুষ্ঠানে তাঁর এবং এক মহিলার খুবই বেদনাদায়ক বিচ্ছেদের কাহিনি শুনিয়েছেন মিঠুন চক্রবর্তী৷ তবে সেই মহিলা কে, সে বিষয়ে খোলসা করে ন্যাশনাল টেলিভিশনে কিছুই জানাননি তিনি৷ তবে, মিঠুনের এই মন্তব্যের সঙ্গে সঙ্গেই তাঁর একের পর এক প্রেমের গল্প চর্চায় উঠে এসেছে৷
advertisement
2/7
আমরা এখন অনেকেই ভুলতে বসেছি যে, একসময় শ্রীদেবী এবং সারিকার সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল৷ এমনকি, এ-ও লোকজন বলত যে, শ্রীদেবীর সঙ্গে নাকি মিঠুন গোপনে বিয়ে করেছেন৷
আমরা এখন অনেকেই ভুলতে বসেছি যে, একসময় শ্রীদেবী এবং সারিকার সঙ্গে মিঠুন চক্রবর্তীর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল৷ এমনকি, এ-ও লোকজন বলত যে, শ্রীদেবীর সঙ্গে নাকি মিঠুন গোপনে বিয়ে করেছেন৷
advertisement
3/7
মিঠুন চক্রবর্তী বলিউডের অন্যতম কিংবদন্তি তারকা। যে কোনও সুপারস্টারের মতোই তাঁর জীবনও বেশ রঙিন। তাঁর সময়ের ৪ অভিনেত্রীর সঙ্গে মিঠুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়৷ তার মধ্যে ২ জনকে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু, প্রথম জনের সঙ্গে তাঁর বিয়ে মাত্র ৪ মাস স্থায়ী হয়েছিল।
মিঠুন চক্রবর্তী বলিউডের অন্যতম কিংবদন্তি তারকা। যে কোনও সুপারস্টারের মতোই তাঁর জীবনও বেশ রঙিন। তাঁর সময়ের ৪ অভিনেত্রীর সঙ্গে মিঠুনের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল বলে শোনা যায়৷ তার মধ্যে ২ জনকে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু, প্রথম জনের সঙ্গে তাঁর বিয়ে মাত্র ৪ মাস স্থায়ী হয়েছিল।
advertisement
4/7
অভিনেত্রী সারিকার সঙ্গে বেশ ভালই সম্পর্ক এগোচ্ছিল মিঠুনের৷ কিন্তু, হঠাৎ কোনও কারণে সেই সম্পর্কেও চির ধরে৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সারিকার সঙ্গে যখন মিঠুন চক্রবর্তীর বিচ্ছেদ হচ্ছে, তখন মডেল ও অভিনেত্রী হেলেনা লুকও জনপ্রিয় অভিনেতা জাভেদ খানের সঙ্গে তাঁর ৫ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছেন। সেই সময় হঠাৎ করেই দু’জনে দু’জনের ঘনিষ্ঠ হয়ে পড়েন৷
অভিনেত্রী সারিকার সঙ্গে বেশ ভালই সম্পর্ক এগোচ্ছিল মিঠুনের৷ কিন্তু, হঠাৎ কোনও কারণে সেই সম্পর্কেও চির ধরে৷ মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সারিকার সঙ্গে যখন মিঠুন চক্রবর্তীর বিচ্ছেদ হচ্ছে, তখন মডেল ও অভিনেত্রী হেলেনা লুকও জনপ্রিয় অভিনেতা জাভেদ খানের সঙ্গে তাঁর ৫ বছরের সম্পর্ক ভেঙে বেরিয়ে আসছেন। সেই সময় হঠাৎ করেই দু’জনে দু’জনের ঘনিষ্ঠ হয়ে পড়েন৷
advertisement
5/7
 চুটিয়ে প্রেম করার পরে, ঠিক করেন বিয়েও করবেন৷ ১৯৭৯ সালে হেলেনা লুকের সঙ্গে বিয়ে করেন মিঠুন৷ কিন্তু সেই বিয়ে ৪ মাসও টেকেনি। শেষ হয়েছিল খুব বিশ্রী ভাবে৷
চুটিয়ে প্রেম করার পরে, ঠিক করেন বিয়েও করবেন৷ ১৯৭৯ সালে হেলেনা লুকের সঙ্গে বিয়ে করেন মিঠুন৷ কিন্তু সেই বিয়ে ৪ মাসও টেকেনি। শেষ হয়েছিল খুব বিশ্রী ভাবে৷
advertisement
6/7
 মিঠুনকে ডিভোর্স দেওয়ার পরে হেলেনা লুক বলিউড থেকে সরে এসে নিউইয়র্কে চলে যান। এয়ারলাইন্সে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ শুরু করেন।
মিঠুনকে ডিভোর্স দেওয়ার পরে হেলেনা লুক বলিউড থেকে সরে এসে নিউইয়র্কে চলে যান। এয়ারলাইন্সে ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে কাজ শুরু করেন।
advertisement
7/7
হেলেনা লুকের অভিযোগ তুলেছিলেন, তাঁদের তখন সদ্য বিয়ে হয়েছে, কিন্তু, সেই সময়েই যোগিতা বালির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠুন৷ ডিভোর্সের তিন বছর পর 'স্টারডাস্ট'কে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হেলেনা।
হেলেনা লুকের অভিযোগ তুলেছিলেন, তাঁদের তখন সদ্য বিয়ে হয়েছে, কিন্তু, সেই সময়েই যোগিতা বালির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন মিঠুন৷ ডিভোর্সের তিন বছর পর 'স্টারডাস্ট'কে দেওয়া এক সাক্ষাৎকারে মিঠুনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন হেলেনা।
advertisement
advertisement
advertisement