কুকুরের রয়েছে বিশেষ ক্ষমতা, পোষ্য আপনার সব সমস্যা মিটিয়ে জীবনে আনতে পারে সুখবৃষ্টি

Last Updated:
কুকুরের বিশেষ ক্ষমতা রয়েছে মানুষের “ভাষা” বোঝার। মানুষের নানা অঙ্গভঙ্গি বুঝে সেইমত কাজ করার। কুকুর সব প্রাণীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। এছাড়াও জ্যোতিষশাস্ত্রে কুকুর পোষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
1/6
কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক অন্তত ১৫,০০০ বছর পুরানো। নানারকম জীবাশ্ম ও জিনগত সূত্র থেকে এটুকু পরিস্কার যে কুকুরদের পূর্বপুরুষ নেকড়ে জাতীয় কোনো শ্বদন্তক প্রাণী। ঠিক কবে আর কিভাবে নেকড়ে থেকে কুকুরে রূপান্তর ঘটেছে তা নিয়ে বিস্তর গবেষণা চলছে পৃথিবী জুড়ে।
কুকুরের সঙ্গে মানুষের সম্পর্ক অন্তত ১৫,০০০ বছর পুরানো। নানারকম জীবাশ্ম ও জিনগত সূত্র থেকে এটুকু পরিস্কার যে কুকুরদের পূর্বপুরুষ নেকড়ে জাতীয় কোনো শ্বদন্তক প্রাণী। ঠিক কবে আর কিভাবে নেকড়ে থেকে কুকুরে রূপান্তর ঘটেছে তা নিয়ে বিস্তর গবেষণা চলছে পৃথিবী জুড়ে।
advertisement
2/6
কুকুরের বিশেষ ক্ষমতা রয়েছে মানুষের “ভাষা” বোঝার। মানুষের নানা অঙ্গভঙ্গি বুঝে সেইমত কাজ করার। কুকুর সব প্রাণীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। প্রভুর প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস যোগ্যাতার জন্য কুকুরকেই সেরা পোষ্য বা প্রভুভক্ত প্রাণী বলা হয়ে থাকে।
কুকুরের বিশেষ ক্ষমতা রয়েছে মানুষের “ভাষা” বোঝার। মানুষের নানা অঙ্গভঙ্গি বুঝে সেইমত কাজ করার। কুকুর সব প্রাণীর মধ্যে সবচেয়ে বিশ্বস্ত। প্রভুর প্রতি তার ভালোবাসা ও বিশ্বাস যোগ্যাতার জন্য কুকুরকেই সেরা পোষ্য বা প্রভুভক্ত প্রাণী বলা হয়ে থাকে।
advertisement
3/6
এছাড়া কুকুরকে কিছু মহাজাগতিক শক্তি রয়েছে বলেও অনেকে করেন। তবে জ্যোতিষশাস্ত্রে কুকুর পোষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। এর সাহায্যে রাশিফলের অনেক গ্রহের দোষ দূর হয় এবং অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে, বাড়িতে কুকুর রাখাকেও বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয়। কালো কুকুর থাকলে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে না বলে বলা হয় জ্যোতিশাস্ত্রে।
এছাড়া কুকুরকে কিছু মহাজাগতিক শক্তি রয়েছে বলেও অনেকে করেন। তবে জ্যোতিষশাস্ত্রে কুকুর পোষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। এর সাহায্যে রাশিফলের অনেক গ্রহের দোষ দূর হয় এবং অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। অন্যদিকে, বাড়িতে কুকুর রাখাকেও বাস্তুশাস্ত্রে শুভ বলে মনে করা হয়। কালো কুকুর থাকলে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে না বলে বলা হয় জ্যোতিশাস্ত্রে।
advertisement
4/6
বাড়িতে কালো কুকুর থাকলে শিশুদের সুখে কোনও ধরনের বাধা থাকে না। বাড়িতে একটি কালো কুকুর রাখা সন্তান লাভ এবং সন্তানের স্বাস্থ্যের জন্য শুভ। এছাড়া চাকরি ও ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি ও আর্থিক সংকট থেকে দূরে রাখতে বাড়িতে কালো কুকুর রাখতে বলা হয়।
বাড়িতে কালো কুকুর থাকলে শিশুদের সুখে কোনও ধরনের বাধা থাকে না। বাড়িতে একটি কালো কুকুর রাখা সন্তান লাভ এবং সন্তানের স্বাস্থ্যের জন্য শুভ। এছাড়া চাকরি ও ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি ও আর্থিক সংকট থেকে দূরে রাখতে বাড়িতে কালো কুকুর রাখতে বলা হয়।
advertisement
5/6
জ্যোতিষশাস্ত্রে কালো কুকুরকে কেতু গ্রহের প্রতীক মনে করা হয়। তাই কালো কুকুর পালন বা সেবা করলে কেতু গ্রহের অশুভ প্রভাবের অবসান ঘটে।কালো কুকুর পালন করে ভগবান শিবও খুশি হন। কারণ কালো কুকুরকে ভৈরব বাবার সেবক মনে করা হয়। কালো কুকুরের সেবা করলেও শনির অর্ধশতাধিক প্রভাব কমে যায়। ফলে জ্যোতিশাস্ত্র মতে কুকুর খুবই গুরুত্বপূর্ণ।
জ্যোতিষশাস্ত্রে কালো কুকুরকে কেতু গ্রহের প্রতীক মনে করা হয়। তাই কালো কুকুর পালন বা সেবা করলে কেতু গ্রহের অশুভ প্রভাবের অবসান ঘটে।কালো কুকুর পালন করে ভগবান শিবও খুশি হন। কারণ কালো কুকুরকে ভৈরব বাবার সেবক মনে করা হয়। কালো কুকুরের সেবা করলেও শনির অর্ধশতাধিক প্রভাব কমে যায়। ফলে জ্যোতিশাস্ত্র মতে কুকুর খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
6/6
কেউ বলেন, অশুভ কিছুর হদিশ পেলেই কুকুর কাঁদে। কেউ আবার বলেন, কুকুর কোনও বিপদের আভাস আগেই পায়। তখনই কুকুর কাঁদে। কেউ কেউ আবার বলেন, কোনও বিদেহি আত্নাকে দেখেও কুকুর কাঁদে। কিন্তু বিজ্ঞান বলছে রাতে কুকুর কাঁদে তার কারণ হল সঙ্গীদের নিজের অবস্থান বোঝাতে। এছাড়া হতাশা বা উদ্বেগ প্রকাশের জন্যও রাতে কুকুর কাঁদে। যাকে বিজ্ঞানের ভাষায় হাউলিং বলে।
কেউ বলেন, অশুভ কিছুর হদিশ পেলেই কুকুর কাঁদে। কেউ আবার বলেন, কুকুর কোনও বিপদের আভাস আগেই পায়। তখনই কুকুর কাঁদে। কেউ কেউ আবার বলেন, কোনও বিদেহি আত্নাকে দেখেও কুকুর কাঁদে। কিন্তু বিজ্ঞান বলছে রাতে কুকুর কাঁদে তার কারণ হল সঙ্গীদের নিজের অবস্থান বোঝাতে। এছাড়া হতাশা বা উদ্বেগ প্রকাশের জন্যও রাতে কুকুর কাঁদে। যাকে বিজ্ঞানের ভাষায় হাউলিং বলে।
advertisement
advertisement
advertisement