Bizarre Ritual:বিয়ের পর নবদম্পতি যেতে পারবে না বাথরুম, স্নান-মল-মূত্রত্যাগ নিষিদ্ধ, এই জনজাতির আজব প্রথায় চমকে যাবেন
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
এই নিয়মানুসারে বিয়ের পর সদ্য বিবাহিত স্বামী-স্ত্রীকে একটি নির্দিষ্ট ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁরা থাকেন বিয়ের পরের তিনদিন। এই তিনদিন তাঁরা দু'জনেই মলত্যাগ করতে পারবে না। এই তিনদিন সদ্য বিবাহিত দম্পতির দেখভালের জন্য থাকেন বেশ কয়েকজন আত্মীয়-পরিজন। তাঁরা বর-বৌকে খুব কম খাবার দেন যাতে বাথরুম যাওয়ার তাগিদ কম হয়।
advertisement
