Viral News: ভালোবাসাকে সেতু করে সাত পাকে বাঁধা, নতুন পথ চলার শুরু! 'মনের ভাষা' মিলিয়ে দিল ওঁদের...
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Viral News: বাড়ির কথা থেমে গেলেও পাত্রী শুকুন্তলা ও মৃত্যুঞ্জয়ের মধ্যে চলতে থাকে কথোপকথন। মাধ্যম? ভালোলাগা আর একসঙ্গে নতুন জীবন কাটানোর স্বপ্নে বিভোর দুটি মন।
মুখের ভাষা নয় মনের ভাষা মিলিয়ে দিল দুটি মনকে। সাতপাকে বাঁধা পড়ল মূক ও বধির যুগল। পরিবার পিছু পা হলেও মিলিয়ে দিলো ভাগ্য। ভাগ্যের জেরে সাতপাকে বাঁধা পড়ল শুকুন্তলা ও মৃত্যুঞ্জয়। বিগত দুবছর আগে বিয়ের জন্য সম্মন্ধ হয় বীরভূমের কাকরতলা থানার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা মৃত্যুঞ্জয় গড়াই এর সঙ্গে পুরুলিয়ার বাসিন্দা শুকুন্তলা গড়াইয়ের।
advertisement
advertisement
কিন্ত বাড়ির কথা থেমে গেলেও পাত্রী শুকুন্তলা ও মৃত্যুঞ্জয়ের মধ্যে চলতে থাকে কথোপকথন। মাধ্যম? ভালোলাগা আর একসঙ্গে নতুন জীবন কাটানোর স্বপ্নে বিভোর দুটি মন। কিছুদিন কথা হওয়ার পর দুজনেই দুজনকে পছন্দ করতে শুরু করেন। কথোপকথনের মাধ্যমে জায়গা করে নেন একে অপরের মনে। তাদের মধ্যে সম্পর্ক বাড়তেই জানাজানি হয় বাড়িতে। বাড়িতে জানতেই নতুন করে শুরু বিয়ের প্রস্তুতি।
advertisement
advertisement
advertisement