Bibhutibhushan Bandyopadhyay: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের শ্বশুরবাড়ি কোথায় জানেন? এই পোড়ো বাড়ির কাহিনি জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Bibhutibhushan Bandyopadhyay: এই গ্রামের সঙ্গে লেখকের আত্মার যোগ! বাড়ির প্রতিটি কোণে লুকিয়ে করুণ কাহিনি! জানুন
পানিতর গ্রামের জীর্ণ বাড়ি স্মৃতি আঁকড়ে রয়েছে জামাই বিভূতিভূষণের। একটি মাত্র কাঁটাতারের বেড়া যা ভাগ করেছে দুই বাংলা তথা দেশকে। বেড়ার ওপারে বাংলাদেশের সাতক্ষীরা এপারে বসিরহাটের পানিতর গ্রাম। পাশ দিয়ে বয়ে গেছে ইছামতী নদী। সবুজ ও শ্যামলায় বেশ সুন্দর গ্রামটি, যা অবশ্য আর পাঁচটা সীমান্ত গ্রামের মতো নয়।(তথ্য ও ছবি: জুলফিকার মোল্যা)
advertisement
সেই সুবাদে বেশ কয়েক বার পানিতর গ্রামে এসেছিলেন বিভূতিবাবু। এই গ্রামের মেয়ে গৌরীদেবীকে বিয়ে করেছিলেন তিনি। শুধু তাই নয়, ওই গ্রামেই ছিল বিভূতিভূষণের পূর্বপুরুষদের বাস। বসিরহাটের সীমান্ত এলাকা পানিতর গ্রামে জামাইকে নিয়ে নানা মধুর স্মৃতি ছড়িয়ে রয়েছে। কিন্তু বহু স্মৃতি বিজরিত সেই বাড়ি এখন ভগ্নপ্রায়। অবস্থা এমনই যে সংস্কার না হলে যে কোনও দিন সেটি ভেঙে পড়তে পারে।(তথ্য ও ছবি: জুলফিকার মোল্যা)
advertisement
advertisement
advertisement