Best Hospital: এই ৫টি হাসপাতাল দেশের অন্যতম সেরা হাসপাতাল! কী সুবিধা নেই! গরীব-ধনী, এমনকী বহু বিদেশিও আসেন চিকিৎসা করাতে! কোন কোন হাসপাতাল জানেন? নামগুলি কিন্তু চমকে দেবেই
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Best Hospital: দেশজুড়েই শুধু নয়, বরং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা করানোর জন্য আসেন এই হাসপাতালগুলিতে।
advertisement
এইমস (AIIMS), দিল্লি তথা দেশের একটি এমন হাসপাতাল, যেখানে গরীব থেকে ধনী, প্রায় সকলেই কমপক্ষে একবার চিকিৎসা করাতে চায়। সব জায়গা থেকে হতাশ হওয়ার পর মানুষ এখানে আসে। এইমস ধারাবাহিকভাবে দেশের অন্যান্য সকল মেডিক্যাল কলেজের মধ্যে শীর্ষে রয়েছে। এই হাসপাতালে বিশ্বের অন্যান্য দেশ থেকে মানুষ চিকিৎসা করাতে আসে। ১৯৫৬ সালের ২ জুন এই হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়েছিল। আজ শুধু দিল্লি নয়, বরং ভারতেরও সবচেয়ে বড় হাসপাতাল এই এইমস। এখানে চিকিৎসা করানোর জন্য আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়।
advertisement
সফদরজং হাসপাতাল দিল্লি এইমসের একদম পাশে অবস্থিত। দিল্লি এইমসের পর দিল্লির সবচেয়ে বড় হাসপাতাল হিসেবে গণ্য করা হয়। যেখানে প্রতিদিন দেশের কোণা-কোণা থেকে রোগীরা চিকিৎসা করাতে আসেন। বেডের সংখ্যা অনুযায়ী মাপা হলে এটি ভারতের সবচেয়ে বড় কেন্দ্রীয় সরকারি হাসপাতাল। এটি বর্ধমান মহাবীর মেডিক্যাল কলেজের সঙ্গে যুক্ত। বর্তমানে ১৫৫০-এর বেশি বেড রয়েছে এই হাসপাতালে। এই হাসপাতালের ওপিডিতে বছরে ১০ লাখের বেশি রোগী আসেন। ১৯৪২ সালে এই হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে চিকিৎসা করানোর জন্য আগে আপনাকে স্লিপ বানাতে হবে।
advertisement
নয়াদিল্লির কনট প্লেসে অবস্থিত রাম মনোহর লোহিয়া হাসপাতাল ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। যা দিল্লির সেরা সরকারি হাসপাতালের মধ্যে একটি। এখানে বিশেষ বিভাগ, অপারেটিং রুম, ল্যাবরেটরি, রেডিওলজি এবং আরও অনেক পরিষেবা পাওয়া যায়। এই হাসপাতালে মোট ১৫৩২ বেড রয়েছে। এই হাসপাতালের নিকটবর্তী মেট্রো স্টেশন পটেল চৌক। এই হাসপাতালেও আপনি বিনামূল্যে স্লিপ বানিয়ে আপনার চিকিৎসা করাতে পারেন।
advertisement
advertisement