৪৫০ টাকার অ্যাপ ক্যাব রাইডের জন্য গুনতে হল কড়কড়ে ৩০০০ টাকা! রাতে বেঙ্গালুরুতে ভয়ঙ্কর ঘটনার শিকার তরুণী
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Bengaluru Airport Taxi Scam: স্ক্যামের পাল্লায় পড়ে ৪৫০ টাকার রাইডের জন্য তাঁকে গুনতে হল কড়কড়ে ৩০০০ টাকা। এখানেই শেষ নয়, তাঁকে টোল এবং জ্বালানি বাবদ আরও টাকা দিতে বাধ্য করা হলেও তিনি নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি।
বেঙ্গালুরুতে ফের সামনে এল ভয়ঙ্কর এক ট্যাক্সি স্ক্যাম। যার জেরে ভুক্তভোগী হতে হল এক মহিলাকে। স্ক্যামের পাল্লায় পড়ে ৪৫০ টাকার রাইডের জন্য তাঁকে গুনতে হল কড়কড়ে ৩০০০ টাকা। এখানেই শেষ নয়, তাঁকে টোল এবং জ্বালানি বাবদ আরও টাকা দিতে বাধ্য করা হলেও তিনি নিজের গন্তব্যে পৌঁছতে পারেননি। এরপর পিজি-তে নিরাপদে পৌঁছে যাওয়ার পর গোটা ঘটনার অভিজ্ঞতা অনলাইনে ভাগ করে নিয়েছেন তিনি। (Representative image: Getty)
advertisement
advertisement
রেডিট-এ তিনি লিখেছেন, বিমানবন্দরের বাস স্ট্যান্ডের দিকে হেঁটে যাওয়ার সময় এক ব্যক্তি এসে অফার দিয়ে বলেন, “৪৫০ টাকায় পিজিতে পৌঁছে দেবেন। আমার সন্দেহ হয়েছিল। কিন্তু তিনি ব্যাখ্যা করে বলেন যে, বন্ধুকে ড্রপ করে নিজের কেআর পুরমের বাড়িতে ফেরার তাড়া রয়েছে তাঁর। যেটা আমার পিজি-র কাছেই। এমনকী তিনি নিজের রাইড হিস্ট্রি-সহ আমায় একটি অ্যাপও দেখান। আশ্বস্ত করে বলেন যে, এটা খুবই সাধারণ বিষয়।” (Representative image)
advertisement
যদিও মহিলা প্রথমে রাজি না হলেও ক্যাব চালকের জোরাজুরিতে একপ্রকার রাজি হন। তাঁর মনে যদিও দ্বিধা ছিল যে, বাসের ভাড়া ৩৫০ টাকা। তার কমে ক্যাবের ভাড়া হতে পারে না। ওই মহিলা একপ্রকার রাজি হওয়ার পর অন্য একজন তাঁকে এবং আগের চালককে তুলতে আসেন। মহিলা লিখেছেন, “অন্য একজন একটি গাড়ি নিয়ে আসেন। আর প্রথম ব্যক্তি গাড়ির সামনের সিটে বসে পড়েন। এরপরেই আমার থেকে টোল ফি হিসেবে ২০০ টাকা দাবি করেন তাঁরা। আমি দেখছিলাম যে, ওঁরা নির্জন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছিল। যা দেখে রীতিমতো ভয় করছিল। হিন্দিতে কথা বলে বিষয়টা বন্ধুত্বপূর্ণ রাখার চেষ্টা করছিলেন ওঁরা। আমি কী করি, কোথায় থাকি, এসব প্রশ্ন করছিলেন। এরপর আচমকাই তারস্বরে গান বাজিয়ে চিৎকার-চেঁচামেচি করে অন্য গাড়ির চালকদের রীতিমতো শাসাতে শুরু করে ওঁরা।” (Representative image)
advertisement
ওই মহিলা বলে চলেন, “সিগারেট আর চা খেতে একজায়গায় থামেন তাঁরা। আমাকেও জিজ্ঞাসা করে, কিছু খাব কি না! আমি না বলে দিই। এরপর পেট্রোল পাম্পে ঢুকে ৩০০ টাকার পেট্রোল ভরার জন্য আমার থেকে টাকা চান। ভয় পেয়ে আমি দিয়েও দিই। এরপর তাঁরা গাড়িতে উঠে ধূমপান এমনকী, মাদক সেবন করতে থাকেন। এক নির্জন জায়গায় তাঁরা গাড়ি থামান। সেখানে অন্য একজন অপেক্ষা করে ছিলেন। বন্ধু বলে তাঁকেও গাড়িতে তোলা হয়। এরপর আমার কাছে একটা ওটিপি জানতে চান। ক্যাব অ্যাপ বলে দাবি করা ওই বিল আসে ৩০০০ টাকা। আমি ৪৫০ টাকার বুকিং ফি বলে তর্ক করায় তাঁরা চিৎকার করতে শুরু করেন। এরপর একজন আমার ফোন কেড়ে নেন, নিজের কন্ট্যাক্ট নম্বরও মুছে ফেলেন।” (Representative image)
advertisement
মহিলা আরও বলেন যে, “এরপর একটি উবেরে ওঁরা আমার ট্রলি ব্যাগ তুলে জোর করে আমায় তুলে দেন। তখনও আমার ভয় কাটেনি। তবে অ্যাপ ক্যাব চালককে ঠিকঠাকই মনে হয়েছিল। তিনি আমায় নিরাপদে পিজি-তে পৌঁছে দেন। আমায় আবারও বিল দিতে হয়, যেহেতু সেটা প্রিপেড ছিল না। ব্যাপারটা সত্যিই ভয়ঙ্কর ছিল। আর আমি যে অক্ষত রয়েছি, তার জন্য নিজেকে ভাগ্যবতী মনে করছি।” (Representative image)