ছারখার করে দিয়েছিল! সুনামির দাপটে মৃত্যু মিছিল দেখেছিল বিশ্বের বহু দেশ, সেই ১০ ভয়ঙ্কর মহা প্রলয়

Last Updated:
কিন্তু, এর আগেও সুনামির দাপটে ধ্বংস হয়েছে বহু দেশ। জাপান, ভারত, শ্রীলঙ্কা থেকে নানান দেশ সুনামির দাপটে ধ্বংস হয়েছে।
1/13
জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি সে দেশে বেশ জনপ্রিয়। তাঁকে অনেকেই 'নতুন বাবা ভাঙ্গা' বলে থাকেন। সেই তিনি গত কয়েকদিনে এক ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছেন। তাঁর দাবি, জুলাই মাসে জাপানে একটি বিশাল সুনামি আঘাত হানবে। তার মাঙ্গা সিরিজ, দ্য ফিউচার আই স্য, দ্য গার্ডিয়ানের মতে, ৫ জুলাই একটি ভয়ঙ্কর বিপর্যয় আসছে।
রাশিয়ার পূর্ব কামচটকা প্রদেশ ৮.৮ ম্যাগনিটিউড ভূমিকম্পে কেঁপে উঠেছে। আর এরপর থেকেই সুনামি সতর্কতা জারি হয়েছে আমেরিকা থেকে জাপানে। ইতিমধ্যেই জাপানের বেশকিছু এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা শুরু হয়েছে।
advertisement
2/13
জাপানি বাবা-র ভবিষ্যদ্বাণী, ২০২৫ সালের জুলাইয়ে জাপানে আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর এক সুনামি। তাঁর আঁকা দেখে জাপান–সহ এশিয়ার একাধিক দেশ কাঁপতে শুরু করেছে। আর তাঁর এই ভবিষ্যদ্বাণীর ফলে জুনের শেষ থেকে জুলাইয়ের প্রথম দিকে হংকং থেকে জাপানের বিমানের টিকিট বুকিং ৮৩ শতাংশ কমে গিয়েছে বলে দাবি। রিও দাবি করেছেন, তিনি নাকি কোনও ভবিষ্যদ্বাণী করেননি। যা স্বপ্ন দেখেছেন, তাই ছবিতে ফুটিয়ে তুলেছেন।
কিন্তু, এর আগেও সুনামির দাপটে ধ্বংস হয়েছে বহু দেশ। জাপান, ভারত, শ্রীলঙ্কা থেকে নানান দেশ সুনামির দাপটে ধ্বংস হয়ে গিয়েছে।
advertisement
3/13
জাপানি কর্তৃপক্ষ রিও তাতসুকির পূর্বাভাসগুলি উপেক্ষা করার পরামর্শ দিয়েছে। তারা জোর দিয়ে বলেছে, সেগুলি ভিত্তিহীন এবং বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে কোনও দাবি নয়। তবে ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের মতে, হংকং থেকে ফ্লাইট বুকিংগুলি গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ কমে গিয়েছে।
দেখে নেওয়া যাক সেই ১০ ভয়ঙ্কর মহা প্রলয়ের খুঁটিনাটি
advertisement
4/13
 ১১ মার্চ ২০১১ তোহকু সুনামি, জাপান- ২০১১ সালের ১১ মার্চ, ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে উঠেছিল সূর্যের দেশ জাপান। ভূমিকম্পের পরেই সুনামির দাপটে চারিদিকে ধ্বংসলীলা শুরু হয়। জাপানের উত্তরপূর্ব দিকে ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এরফলে, পারমাণবিক এবং আর্থিক ভাবে চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে জাপান।
১১ মার্চ ২০১১ তোহকু সুনামি, জাপান- ২০১১ সালের ১১ মার্চ, ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে উঠেছিল সূর্যের দেশ জাপান। ভূমিকম্পের পরেই সুনামির দাপটে চারিদিকে ধ্বংসলীলা শুরু হয়। জাপানের উত্তরপূর্ব দিকে ফুকুশিমা দাইচি পরমাণু কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এরফলে, পারমাণবিক এবং আর্থিক ভাবে চূড়ান্ত ক্ষতির মুখে পড়ে জাপান।
advertisement
5/13
 ২৬ ডিসেম্বর ২০০৪, ভারত মহাসাগরীয় ভূমিকম্প<br />২৬ ডিসেম্বর ২০০৪, বড়দিনের উৎসব কাটিয়ে সবে ঘুম ভেঙেছে। এর মধ্যেই ভারত মহাসাগরের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্পের সাক্ষী হয় দক্ষিণ-পূর্ব এশিয়া। প্রায় ৯.১ থেকে ৯.৩ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প হয়। একইসঙ্গে অতিকায় সুনামিতে ধ্বস্ত হয়ে পড়ে ভারত, ইন্দোনেশিয়া,থাইল্যান্ড-সহ একাধিক দেশ। উপকূলবর্তী এলাকা সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায়।
২৬ ডিসেম্বর ২০০৪, ভারত মহাসাগরীয় ভূমিকম্প২৬ ডিসেম্বর ২০০৪, বড়দিনের উৎসব কাটিয়ে সবে ঘুম ভেঙেছে। এর মধ্যেই ভারত মহাসাগরের ইতিহাসে সবথেকে বড় ভূমিকম্পের সাক্ষী হয় দক্ষিণ-পূর্ব এশিয়া। প্রায় ৯.১ থেকে ৯.৩ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প হয়। একইসঙ্গে অতিকায় সুনামিতে ধ্বস্ত হয়ে পড়ে ভারত, ইন্দোনেশিয়া,থাইল্যান্ড-সহ একাধিক দেশ। উপকূলবর্তী এলাকা সম্পূর্ণ রূপে ধ্বংস হয়ে যায়।
advertisement
6/13
 ২৬ ডিসেম্বর ২০০৩ ইরান সুনামি<br />ঠিক এক বছর আগে ২৬ ডিসেম্বর ২০০৩ সালে ইরানের বাম অঞ্চলে ৬.৬ ম্যাগনিটিউড ভূমিকম্প দেখা দেয়। এই সুনামির ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বাম সংলগ্ন এলাকা।
২৬ ডিসেম্বর ২০০৩ ইরান সুনামিঠিক এক বছর আগে ২৬ ডিসেম্বর ২০০৩ সালে ইরানের বাম অঞ্চলে ৬.৬ ম্যাগনিটিউড ভূমিকম্প দেখা দেয়। এই সুনামির ফলে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় বাম সংলগ্ন এলাকা।
advertisement
7/13
 ২২ মে ১৯৬০ চিলি ভূমিকম্প<br />ভালদিয়া ভূমিকম্প বা 'গ্রেট চিলিয়ান ভূমিকম্প' বলেও পরিচিত। ২২ মে ১৯৬০ সালে ৯.৫ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প দেখা দেয়। ফলে চিলি এবং সংলগ্ন এলাকায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি দেখা দেয়। এই সুনামির প্রভাব দেখা দেয় হাওয়াই এবং জাপানেও।
২২ মে ১৯৬০ চিলি ভূমিকম্পভালদিয়া ভূমিকম্প বা 'গ্রেট চিলিয়ান ভূমিকম্প' বলেও পরিচিত। ২২ মে ১৯৬০ সালে ৯.৫ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্প দেখা দেয়। ফলে চিলি এবং সংলগ্ন এলাকায় প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সুনামি দেখা দেয়। এই সুনামির প্রভাব দেখা দেয় হাওয়াই এবং জাপানেও।
advertisement
8/13
 ৪ নভেম্বর ১৯৫২ কামচাটকা সুনামি ৪ নভেম্বর ১৯৫২ সালে রাশিয়ার কামচাটকা প্রদেশে ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্প দেখা দেয়। এর ফলে কামচাটকা-সহ প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় সুনামি দেখা দেয়। হাওয়াই দ্বীপপুঞ্জেও প্রবল ক্ষয়ক্ষতি হয়।
৪ নভেম্বর ১৯৫২ কামচাটকা সুনামি ৪ নভেম্বর ১৯৫২ সালে রাশিয়ার কামচাটকা প্রদেশে ৯ ম্যাগনিটিউডের ভূমিকম্প দেখা দেয়। এর ফলে কামচাটকা-সহ প্রশান্ত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় সুনামি দেখা দেয়। হাওয়াই দ্বীপপুঞ্জেও প্রবল ক্ষয়ক্ষতি হয়।
advertisement
9/13
 ১৯০২ মেসিনা ভূমিকম্প<br />২৮ ডিসেম্বর ১৯০২ ৭.১ ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির সিসলির অঞ্চল। এরপরেই সুনামি আছড়ে পড়ে ওই অঞ্চলে। মোট ১ লক্ষ ২৩ হাজার মানুষ মারা যান এই বিপর্যয়ে।
১৯০২ মেসিনা ভূমিকম্প২৮ ডিসেম্বর ১৯০২ ৭.১ ম্যাগনিটিউডের ভূমিকম্পে কেঁপে ওঠে ইতালির সিসলির অঞ্চল। এরপরেই সুনামি আছড়ে পড়ে ওই অঞ্চলে। মোট ১ লক্ষ ২৩ হাজার মানুষ মারা যান এই বিপর্যয়ে।
advertisement
10/13
জাপানি মাঙ্গা শিল্পী রিও তাতসুকি সে দেশে বেশ জনপ্রিয়। তাঁকে অনেকেই 'নতুন বাবা ভাঙ্গা' বলে থাকেন। সেই তিনি গত কয়েকদিনে এক ভয়ঙ্কর পূর্বাভাস দিয়েছেন। তাঁর দাবি, জুলাই মাসে জাপানে একটি বিশাল সুনামি আঘাত হানবে। তার মাঙ্গা সিরিজ, দ্য ফিউচার আই স্য, দ্য গার্ডিয়ানের মতে, ৫ জুলাই একটি ভয়ঙ্কর বিপর্যয় আসছে।
লিসবন ১৭৫৫নভেম্বর ১ ১৭৫৫ সালে সুনামি আছড়ে পড়ে পর্তুগালের লিসবন শহরে। মূলত ৮.৫ থেকে ৯ ম্যাগনিটিউডের প্রবল ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে। আনুমানিক ১০ হাজার থেকে ১ লক্ষ মানুষের মৃত্যু হয়।
advertisement
11/13
 সানরিকু সুনামি ১৮৯৬<br />৮.৫ রিখটার স্কেলে জাপানের সানরিকু অঞ্চলে ১৫ জুন ১৮৯৬ সালে আঘাত হানে ভয়াল সুনামি। জাপানের বহু অঞ্চলে এই সুনামি আঘাত হানে। একাধিক মানুষের মৃত্যু হয় এই ঘটনায়।
সানরিকু সুনামি ১৮৯৬৮.৫ রিখটার স্কেলে জাপানের সানরিকু অঞ্চলে ১৫ জুন ১৮৯৬ সালে আঘাত হানে ভয়াল সুনামি। জাপানের বহু অঞ্চলে এই সুনামি আঘাত হানে। একাধিক মানুষের মৃত্যু হয় এই ঘটনায়।
advertisement
12/13
 আরিকা সুনামি ১৮৬৮<br />১৩ অগাস্ট ১৮৬৮ সালে ৮.৫ ম্যাগনিটিউডের ভূমিকম্প দেখা দেয় পেরুর উপকূল অঞ্চলে। পেরু এবং চিলির উপকূল অঞ্চলে সুনামি আঘাত হানে। ফলে চিলিতে সুনামি দেখা দেয়।
আরিকা সুনামি ১৮৬৮১৩ অগাস্ট ১৮৬৮ সালে ৮.৫ ম্যাগনিটিউডের ভূমিকম্প দেখা দেয় পেরুর উপকূল অঞ্চলে। পেরু এবং চিলির উপকূল অঞ্চলে সুনামি আঘাত হানে। ফলে চিলিতে সুনামি দেখা দেয়।
advertisement
13/13
 ক্যালব্রিয়া সুনামি ১৭৮৩<br />৫ মার্চ ১৭৮৩ ইতালির দক্ষিণ অঞ্চলে দেখা দেয় এই ভূমিকম্প। এর ফলে ৭.৯ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি দেখা দেয়। এই সুনামিতে মোট ৫০ হাজার মানুষের মৃত্যু হয়।
ক্যালব্রিয়া সুনামি ১৭৮৩৫ মার্চ ১৭৮৩ ইতালির দক্ষিণ অঞ্চলে দেখা দেয় এই ভূমিকম্প। এর ফলে ৭.৯ মাত্রার ভূমিকম্পের ফলে সুনামি দেখা দেয়। এই সুনামিতে মোট ৫০ হাজার মানুষের মৃত্যু হয়।
advertisement
advertisement
advertisement