বিয়ার, হুইস্কি, রাম, ভদকা! ভারতে সবথেকে বেশি বিক্রি হয় কোন মদ? জানলে অবাক হবেন

Last Updated:
Alcohol- এখন বলাই যায়, ভারতের সবচেয়ে জনপ্রিয় মদ হুইস্কি। বিশেষজ্ঞরা বলছেন, এই জনপ্রিয়তা আরও বাড়বে আগামী কয়েক বছরে।
1/7
বিয়ার, হুইস্কি, রাম, ভদকা...! মদ্যপানের ক্ষেত্রে একেকজনের একেকরকম পছন্দ। তবে জানেন কি, ভারতে কোন মদের বিক্রি সব থেকে বেশি!
বিয়ার, হুইস্কি, রাম, ভদকা...! মদ্যপানের ক্ষেত্রে একেকজনের একেকরকম পছন্দ। তবে জানেন কি, ভারতে কোন মদের বিক্রি সব থেকে বেশি!
advertisement
2/7
তথ্য বলছে, ভারতে মদের বাজার ক্রমশ বাড়ছে। অর্থাৎ বিভিন্ন রকমের মদের চাহিদা বাড়ছে ভারতে। প্রতি বছর রেকর্ড হারে বাড়ছে মদ্যপায়ীর সংখ্যা।
তথ্য বলছে, ভারতে মদের বাজার ক্রমশ বাড়ছে। অর্থাৎ বিভিন্ন রকমের মদের চাহিদা বাড়ছে ভারতে। প্রতি বছর রেকর্ড হারে বাড়ছে মদ্যপায়ীর সংখ্যা।
advertisement
3/7
২০২৪ সালে ভারতে মোট মদ্যপানের পরিমাণ পৌঁছবে প্রায় ৬২১ কোটি লিটারে। বাজারের মূল্য দাঁড়াবে প্রায় ৫৬ হাজার কোটি ডলার। গত চার বছরে এই হার বেড়েছে রেকর্ড হারে।
২০২৪ সালে ভারতে মোট মদ্যপানের পরিমাণ পৌঁছবে প্রায় ৬২১ কোটি লিটারে। বাজারের মূল্য দাঁড়াবে প্রায় ৫৬ হাজার কোটি ডলার। গত চার বছরে এই হার বেড়েছে রেকর্ড হারে।
advertisement
4/7
একটি রিপোর্ট বলছে, ২০২৪ সালে ভারতে মদ্যপানের ৬০ শতাংশেরও বেশি হুইস্কির দখলে। আন্তর্জাতিক বাজারেও ভারতের হুইস্কি দ্রুত জনপ্রিয় হচ্ছে।
একটি রিপোর্ট বলছে, ২০২৪ সালে ভারতে মদ্যপানের ৬০ শতাংশেরও বেশি হুইস্কির দখলে। আন্তর্জাতিক বাজারেও ভারতের হুইস্কি দ্রুত জনপ্রিয় হচ্ছে।
advertisement
5/7
২০২৪ সালের প্রথম ছ’মাসে, ভারতের হুইস্কি রফতানি ২৬ শতাংশ বেড়ে প্রায় ৮ কোটি ডলার হয়েছে। ভারতে হুইস্কির বাজার ২০২৩ সালে ২,১১৩ কোটি ডলারের ছিল। ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে এটি ৪.৬১ শতাংশ বার্ষিক হারে বাড়তে পারে।
২০২৪ সালের প্রথম ছ’মাসে, ভারতের হুইস্কি রফতানি ২৬ শতাংশ বেড়ে প্রায় ৮ কোটি ডলার হয়েছে। ভারতে হুইস্কির বাজার ২০২৩ সালে ২,১১৩ কোটি ডলারের ছিল। ২০২৪ থেকে ২০৩০ সালের মধ্যে এটি ৪.৬১ শতাংশ বার্ষিক হারে বাড়তে পারে।
advertisement
6/7
এখন বলাই যায়, ভারতের সবচেয়ে জনপ্রিয় মদ হুইস্কি। বিশেষজ্ঞরা বলছেন, এই জনপ্রিয়তা আরও বাড়বে আগামী কয়েক বছরে।
এখন বলাই যায়, ভারতের সবচেয়ে জনপ্রিয় মদ হুইস্কি। বিশেষজ্ঞরা বলছেন, এই জনপ্রিয়তা আরও বাড়বে আগামী কয়েক বছরে।
advertisement
7/7
ভারতে হুইস্কির পর সব থেকে জনপ্রিয় মদ ভদকা। ভারতে ভদকার বার্ষিক বৃদ্ধির হার ৯.৩৪ শতাংশ।
ভারতে হুইস্কির পর সব থেকে জনপ্রিয় মদ ভদকা। ভারতে ভদকার বার্ষিক বৃদ্ধির হার ৯.৩৪ শতাংশ।
advertisement
advertisement
advertisement