Indian Saree: আলমরি ভর্তি শাড়ি তো আছে! কিন্তু তাদের নাম জানেন? জেনে নিন ভারতের শাড়ির ইতিহাস
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
শাড়ি তো কেবল বারো হাতের কাপড় নয় আরও অনেক কিছু। ঠাকুমার বাক্সবন্দি শাড়িতে রয়ে যায় কতকাল আগেকার মায়া মায়া গন্ধ, খেলনাবাটির গল্প। সুতোয় সুতোয় গাঁথা হয় পুরানের গল্প। জানুন শাড়ির গল্প-গাথা
শাড়ি তো কেবল বারো হাতের কাপড় নয় আরও অনেক কিছু। ঠাকুমার বাক্সবন্দি শাড়িতে রয়ে যায় কতকাল আগেকার মায়া মায়া গন্ধ, খেলনাবাটির গল্প। সুতোয় সুতোয় গাঁথা হয় পুরানের গল্প।লুকোনো থাকে শিল্পীর রাত জাগা, মদন তাঁতির অহঙ্কার। এই শাড়ি-গল্প বলতে গিয়ে আসে ভারতের গর্বের ১০ শাড়ির কথা।
advertisement
বেনারসিবাঙালি বিয়ের বিশেষ মুহূর্ত এই শাড়ি ছাড়া প্রায় অসম্পূর্ণ৷ সেই কোন কাল থেকে ঠাকুমার বাক্সে, মায়ের গা-আলমারিতে পরম যত্নে একটা করে বেনারসি আজও বোধহয় রাখা আছে৷ তবে বাঙালির এত প্রিয় সদস্যটির ঘর কিন্তু বাঙলায় নয়৷ সে সূদুর উত্তর প্রদেশ, বেনারসের বাসিন্দা৷
advertisement
কাঞ্জিভরমতামিলনাড়ুর এই শাড়ি বিয়ে বা অনুষ্ঠানে পড়ার জন্য মহিলাদের বড় প্রিয়৷ চওড়া কনট্রাস্ট পাড়, ফুল বা মন্দিরের নকশায় এই শাড়ি অনন্য৷
advertisement
সম্বলপুরিএই শাড়ি জুড়ে রয়েছে শিল্পের জাদু৷ তাঁতিতের পরিশ্রম, লাল-কাল-সাদা রঙের মিশ্রণে তৈরি হয়, শঙ্খ, চক্র, জগন্নাথের মোটিভ৷
advertisement
চান্দেরিমধ্যপ্রদেশের এই শাড়ি তাঁর অসাধারণ রঙের জন্য বিখ্যাত৷ তাছাড়াও শাড়ির জমি জুড়ে সূক্ষ জটিল নকশা মহিলাদের কাছে অন্যতম প্রিয় শাড়িতে পরিণত করেছে৷
advertisement
জামদানিবাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় এই শাড়ির পথ চলা৷ সোনা ও মসলিন কাপড়ে বোনার গর্ব রয়েছে এই শাড়ির ইতিহাসে৷ এই শাড়ির বুনন, হালকা রঙ একে রাজকীয় গোত্রের করে তুলেছে৷
advertisement
গাদওয়াল শাড়িদক্ষিণের তেলেঙ্গানা এই শাড়ি বুননের জন্য বিখ্যাত৷ রেশমের বুননে ফুটে ওঠে তাঁতিদের হাতের জাদু, পরিশ্রম৷
advertisement
চিকনকারিআবার সেই উত্তর প্রদেশ৷ বেনারসির মতো এই শাড়ির খ্যাতিও বর্তমানে ভারত খ্যাত৷ আগেকার দিনে বাঙলায় এই শাড়ির চল ঘরে-ঘরে ছিল না৷ তবে ধীরে ধীরে সাদার উপর সাদার অসাধারণ নকশা, সুক্ষ টেক্সচার একে বাঙলার প্রিয় শাড়ি করে তুলেছে৷
advertisement
তাঁতবাংলার গর্ব৷ বিয়ে হোক বা যে কোনও সাড়ি এর কোনও বিকল্প নেই৷ বুননের প্রকৃতি ও নকশার উপর বিত্তি করে পশ্চিমবঙ্গে তাঁতের প্রকারও কম নেই৷
advertisement
কোটা সিল্কএর অসাধারণ বুনন ও নকশা একে অসাধারণ করে তুলেছে৷ এর হালকা ওজনের ফলে একে বেশ আরামদায়ক করে তুলেছে
advertisement