সকল দুর্গতর কাছে বাবা লোকনাথ হলেন এমন এক নাম যার মাধ্যমেই সমস্ত বল ভরসা ফিরে আসে ৷ তিনি দীন-হীনের কাছে এক বড় শক্তি ববার নাম জপ করেই জীবনের অনেক অসুবিধার সুরাহা হয়েছে ৷ বাবা লোকনাথ সবাইকে সৎপথে চলার বার্তা দিতেন ৷ তিনি ভক্তদেরকে কঠোর পরিশ্রম কররা পরামর্শ সব সময়েই দিতেন ৷ তাঁর ব্যাপ্তি আসমুদ্র হিমাচল, রণে, বনে, জলে, জঙ্গলে রক্ষা করেন তিনি সমস্ত মানুষের কাছে তিনিই ভরসা ৷ বাবা লোকনাথ জীবনকে গুছিয়ে তুলতে সাহায্য করেন ৷ বাবা লোকনাথ জীবনকে নতুন করে গড়ে তুলতে সাহায্য করে ৷