মা লক্ষ্মীর পুজোয় খবরদার এই কাজ গুলো করবেন না, জীবনে ঘনিয়ে আসবে দুঃসময়

Last Updated:
মা লক্ষ্মী বড়ই চঞ্চলা । তাই তাঁকে ঘরে থিতু করা সহজ কথা নয় । তাই লক্ষ্মী পুজোয় এই কাজগুলো ভুলেও করবেন না ।
1/8
• মা দুর্গা ফিরে গিয়েছেন মহাদেবের কাছে, সুদূর কৈলাসে । কিন্তু মর্ত্যে রেখে গিয়েছেন তাঁর এক মেয়েকে । কোজাগরী পূর্ণিমা তিথিতে পুজো নিয়ে তবে স্বর্গে ফিরবেন দেবী লক্ষ্মী ।
• মা দুর্গা ফিরে গিয়েছেন মহাদেবের কাছে, সুদূর কৈলাসে । কিন্তু মর্ত্যে রেখে গিয়েছেন তাঁর এক মেয়েকে । কোজাগরী পূর্ণিমা তিথিতে পুজো নিয়ে তবে স্বর্গে ফিরবেন দেবী লক্ষ্মী ।
advertisement
2/8
• লক্ষ্মী ধন, সম্পত্তি, সমৃদ্ধির দেবতা । তাঁর আরাধনায় সংসার ভরে ওঠে প্রাচুর্যে । তাই ঘরে ঘরে কোজাগরী লক্ষীর আরাধনায় ব্রতী হন ধর্মপ্রাণ হিন্দুরা ।
• লক্ষ্মী ধন, সম্পত্তি, সমৃদ্ধির দেবতা । তাঁর আরাধনায় সংসার ভরে ওঠে প্রাচুর্যে । তাই ঘরে ঘরে কোজাগরী লক্ষীর আরাধনায় ব্রতী হন ধর্মপ্রাণ হিন্দুরা ।
advertisement
3/8
• কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা । তাই তাঁকে ঘরে থিতু করা সহজ কথা নয় । দেবীকে সন্তুষ্ট করতে হয় নিজের ভক্তি, শ্রদ্ধা আর সমর্পণের মাধ্যমে । তাই লক্ষ্মী পুজোর দিন মা’কে তুষ্ট করতে এই কয়েকটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন যেমন--
• কিন্তু মা লক্ষ্মী বড়ই চঞ্চলা । তাই তাঁকে ঘরে থিতু করা সহজ কথা নয় । দেবীকে সন্তুষ্ট করতে হয় নিজের ভক্তি, শ্রদ্ধা আর সমর্পণের মাধ্যমে । তাই লক্ষ্মী পুজোর দিন মা’কে তুষ্ট করতে এই কয়েকটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখুন যেমন--
advertisement
4/8
• দেবী শব্দ পছন্দ করেন না । তাই মা লক্ষ্মীর পুজোয় কাঁসর-ঘণ্টা বাজাবেন না কোনওভাবেই ।
• দেবী শব্দ পছন্দ করেন না । তাই মা লক্ষ্মীর পুজোয় কাঁসর-ঘণ্টা বাজাবেন না কোনওভাবেই ।
advertisement
5/8
• লক্ষ্মী পুজোয় চেষ্টা করুন সাদা রংকে এড়িয়ে চলতে । সাদা ফুল নিবেদন করবেন না । লাল, গোলাপি বা অন্য রঙের ফুল দিন ।
• লক্ষ্মী পুজোয় চেষ্টা করুন সাদা রংকে এড়িয়ে চলতে । সাদা ফুল নিবেদন করবেন না । লাল, গোলাপি বা অন্য রঙের ফুল দিন ।
advertisement
6/8
• তুলসী পাতা অর্পণ করবেন না ।
• তুলসী পাতা অর্পণ করবেন না ।
advertisement
7/8
• মা লক্ষ্মীর বসার আসনের রংও রঙিন হতে হবে । সাদা রংয়ের আসন না পাতাই ভাল ।
• মা লক্ষ্মীর বসার আসনের রংও রঙিন হতে হবে । সাদা রংয়ের আসন না পাতাই ভাল ।
advertisement
8/8
• লক্ষ্মী পুজোয় লোহার বাসন ব্যবহার করা যাবে না ।
• লক্ষ্মী পুজোয় লোহার বাসন ব্যবহার করা যাবে না ।
advertisement
advertisement
advertisement