Sade Sati: সাড়ে সাতি থেকে ২০২৩ -এ নিজেকে বাঁচাতে এই পথগুলি মেনে চলুন, নইলে ঘোর বিপদ

Last Updated:
Astrology Tips: সাড়ে সাতির চরম কুপ্রভাব থেকে নিজেকে বাঁচাতে হবে, মেনে চলুন এই ছোট ছোট কয়েকটি নিয়ম৷
1/9
Sade Sati Remedies 2023: সাড়ে সাতি দশা থেকে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে। বিভিন্ন রাশির জাতক-জাতিকারা শনির প্রভাবে প্রভাবিত হয়। একাধিক রাশির জাতিকাদের এই কারণে বড় ক্ষতির সম্ভাবনা থাকছে৷  তবে কিছু পদক্ষেপ নিলে এই সাড়ে সাতি থেকে বাঁচতে পারেন৷
Sade Sati Remedies 2023: সাড়ে সাতি দশা থেকে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি করে। বিভিন্ন রাশির জাতক-জাতিকারা শনির প্রভাবে প্রভাবিত হয়। একাধিক রাশির জাতিকাদের এই কারণে বড় ক্ষতির সম্ভাবনা থাকছে৷  তবে কিছু পদক্ষেপ নিলে এই সাড়ে সাতি থেকে বাঁচতে পারেন৷
advertisement
2/9
প্রতি শনিবার শনি স্তোত্র জপ করলে সাড়ে সাতির সমস্যা কমবে। এই মন্ত্র ১১  বার জপ করলে  প্রভাব কমতে পারে।
প্রতি শনিবার শনি স্তোত্র জপ করলে সাড়ে সাতির সমস্যা কমবে। এই মন্ত্র ১১  বার জপ করলে  প্রভাব কমতে পারে।
advertisement
3/9
শনিবার খাদ্য দান করা শুভ। বিশেষ করে আপনি যদি পরিচ্ছন্নতা কর্মীদের চাল এবং দুধ দান করেন তবে আপনি সাড়ে সাতি সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
শনিবার খাদ্য দান করা শুভ। বিশেষ করে আপনি যদি পরিচ্ছন্নতা কর্মীদের চাল এবং দুধ দান করেন তবে আপনি সাড়ে সাতি সমস্যা থেকে কিছুটা মুক্তি পেতে পারেন।
advertisement
4/9
কথিত আছে যে যাদের দুঃখ  আছে, সমস্যা আছে তাদের জন্য কোকিলা ভানা বা শনিধামে যাওয়া ভালো। এ সময় দুধ ও জল মিশিয়ে ফুল গাছে দিতে হবে৷
কথিত আছে যে যাদের দুঃখ  আছে, সমস্যা আছে তাদের জন্য কোকিলা ভানা বা শনিধামে যাওয়া ভালো। এ সময় দুধ ও জল মিশিয়ে ফুল গাছে দিতে হবে৷
advertisement
5/9
একইভাবে সম্ভব হলে প্রতিদিনই গাছের পুজো করতে হবে ফুলে ফুলে। কালো তিল ও চিনি মিশিয়ে গাছের কাছে রাখতে হবে। এছাড়াও পিঁপড়েকে চিনি এবং ময়দার মিশ্রণ খাওয়ানোও সাহায্য করে।
একইভাবে সম্ভব হলে প্রতিদিনই গাছের পুজো করতে হবে ফুলে ফুলে। কালো তিল ও চিনি মিশিয়ে গাছের কাছে রাখতে হবে। এছাড়াও পিঁপড়েকে চিনি এবং ময়দার মিশ্রণ খাওয়ানোও সাহায্য করে।
advertisement
6/9
সাড়ে সাতির সময় কিছু কাজ না করা এবং কিছু সাবধানতা অবলম্বন করাও ভাল। উদাহরণস্বরূপ, মঙ্গলবার কাল পরবেন না।
সাড়ে সাতির সময় কিছু কাজ না করা এবং কিছু সাবধানতা অবলম্বন করাও ভাল। উদাহরণস্বরূপ, মঙ্গলবার কাল পরবেন না।
advertisement
7/9
শনিবারে কালো কাপড় পরতে পরলেও কোনওভাবেই  ওই দিন কালো কাপড় কিনবেন না। এছাড়াও, এই দিনে শনি দেবের বাহন কাকের সঙ্গে কোনও সমস্যা তৈরি করতে যাবেন না।
শনিবারে কালো কাপড় পরতে পরলেও কোনওভাবেই  ওই দিন কালো কাপড় কিনবেন না। এছাড়াও, এই দিনে শনি দেবের বাহন কাকের সঙ্গে কোনও সমস্যা তৈরি করতে যাবেন না।
advertisement
8/9
কালো তিল, লোহা ও তেল কারও কাছ থেকে সাড়ে সাতির সময় ধার করা উচিত নয়। কিন্তু এই সময়ে এই একই জিনিস দান করলে আপনি শনির কৃপা পেতে পারেন।
কালো তিল, লোহা ও তেল কারও কাছ থেকে সাড়ে সাতির সময় ধার করা উচিত নয়। কিন্তু এই সময়ে এই একই জিনিস দান করলে আপনি শনির কৃপা পেতে পারেন।
advertisement
9/9
সবচেয়ে বড় কথা অযথা কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, আইনের বিরুদ্ধাচরণ করবেন না, এই সময়ে বড়দের কথা শুনবেন না। (Disclaimer: উপরের প্রবন্ধের প্রতিবেদনটি শাস্ত্রের ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নিউজ 18 বাংলার নিজস্ব মত নয়, সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
সবচেয়ে বড় কথা অযথা কারোর সঙ্গে দ্বন্দ্বে জড়াবেন না, আইনের বিরুদ্ধাচরণ করবেন না, এই সময়ে বড়দের কথা শুনবেন না। (Disclaimer: উপরের প্রবন্ধের প্রতিবেদনটি শাস্ত্রের ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। নিউজ 18 বাংলার নিজস্ব মত নয়, সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement