

জ্যোতিষশাস্ত্রেই যে শুধু এমনটা দাবি করা হয়েছে, তা নয়! থাইল্যান্ড এবং কাম্বোডিয়ার মানুষরাও বিশ্বাস করেন , সপ্তাহের প্রতিটি দিনের সঙ্গে কোনও না কোনও রঙের যোগ রয়েছে! তাই সেই বিশেষ দিনে যদি সেই বিশেষ রঙের পোশাক পরা যায়, তাহলে সুভাগ্য আপনার পিছু ছাড়বে না! টাকা আসবে হুড়মুড়িয়ে! Photo Source: Collected


রবিবার: হিন্দু শাস্ত্র অনুসারে রবিবার সূর্য দেবের দিন আর তাঁর প্রিয় রং হল লাল। তাই এদিন লাল রঙের জামা-কাপড় পরুন।Photo Source: Collected


সোমবার: সপ্তাহের প্রথমেই মহাদেবের দিন। এদিন সাদা রঙের ফুল দিয়ে যেমন দেবের আরাধন করা হয়, তেমনি পোশাকও পরুন সাদা রঙের। সোমবার চন্দ্রদেবেরও দিন। তাই সাদার পাশাপাশি হলুদ, রূপালী, হালকা গ্রে অথবা নীল রঙের জামা-কাপড়ও পরতে পারেন।Photo Source: Collected


মঙ্গলবার: এই দিনে শ্রী হনুমানের পুজো করা হয়। এমনটা বিশ্বাস করা হয়, এদিন হনুমানজির পুজো করার পাশাপাশি লাল রঙের পোশাক পরলে আর্থিক অনটন থেকে সংসারে অশান্তি--সবরকম বাধাই অনায়াসে কাটিয়ে তোলা যায়!Photo Source: Collected


বুধবার: এদিন গৌতম বুদ্ধের দিন আর সবুজ রং বুদ্ধ দেবের প্রিয় । তাই এদিন বেছে নিন সবুজ পোশাক।Photo Source: Collected


বৃহষ্পতিবার: ভগবান বিষ্ণুর দিন বৃহষ্পতিবার আর কমলা এবং হলুদ রং বিষ্ণুর প্রিয় রং।Photo Source: Collected