আপনি কি সুখী? বলে দেবে এই লক্ষণগুলো! মিলিয়ে নিন তো একবার

Last Updated:
Happy Life: আপনি কি জীবনে সুখী? বলে দেবে আপনার মধ্যে লুকিয়ে থাকা এই লক্ষণগুলো। একবার দেখে নিন।
1/9
আপনি কি সুখী? অনেক সময় আমরা নিজেরাই এই প্রশ্নের উত্তর হয়তো জানি না! তবে কয়েকটা লক্ষণ বলে দিতে পারে, আপনি আদৌ সুখী কি না!
আপনি কি সুখী? অনেক সময় আমরা নিজেরাই এই প্রশ্নের উত্তর হয়তো জানি না! তবে কয়েকটা লক্ষণ বলে দিতে পারে, আপনি আদৌ সুখী কি না!
advertisement
2/9
জীবনে সুখী হতে কে না চায়! তবে সুখ ব্যাপারটা আসলে আপেক্ষিক। আপনি যেটাকে সুখ ভাবছেন, অন্য কেউ সেটা নাও ভাবতে পারেন!
জীবনে সুখী হতে কে না চায়! তবে সুখ ব্যাপারটা আসলে আপেক্ষিক। আপনি যেটাকে সুখ ভাবছেন, অন্য কেউ সেটা নাও ভাবতে পারেন!
advertisement
3/9
তবুও কিছু কিছু ব্যাপার তো থাকে, যেগুলি দেখে মানুষ নিজেকে সুখী বলে বিচার করে! আজ আমরা তেমনই কয়েকটি বিষয় বলব।
তবুও কিছু কিছু ব্যাপার তো থাকে, যেগুলি দেখে মানুষ নিজেকে সুখী বলে বিচার করে! আজ আমরা তেমনই কয়েকটি বিষয় বলব।
advertisement
4/9
মন থেকে নিজেকে সুখী ভাবলে পজিটিভ এনার্জি পাবেন। তাই সবার আগে নিজের মনটাকে তৈরি করে নিতে হবে নিজের মতো করে।
মন থেকে নিজেকে সুখী ভাবলে পজিটিভ এনার্জি পাবেন। তাই সবার আগে নিজের মনটাকে তৈরি করে নিতে হবে নিজের মতো করে।
advertisement
5/9
সুখী মানুষরা মধ্যে সব সময় কৃতজ্ঞতা বোধ কাজ করে। জীবনের ছোট ছোট আনন্দ, পাওনার জন্যও তাঁরা কৃতজ্ঞ হন।
সুখী মানুষরা মধ্যে সব সময় কৃতজ্ঞতা বোধ কাজ করে। জীবনের ছোট ছোট আনন্দ, পাওনার জন্যও তাঁরা কৃতজ্ঞ হন।
advertisement
6/9
সুখী মানুষেরা সব সময় পরিবার ও কাছের মানুষদের প্রাধান্য দেন বেশি।
সুখী মানুষেরা সব সময় পরিবার ও কাছের মানুষদের প্রাধান্য দেন বেশি।
advertisement
7/9
সুখী মানুষেরা নিজেদের আত্মসম্মান বজায় রাখতে জানেন। আবেগ, আকাঙ্ক্ষার উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারেন।
সুখী মানুষেরা নিজেদের আত্মসম্মান বজায় রাখতে জানেন। আবেগ, আকাঙ্ক্ষার উপর কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পারেন।
advertisement
8/9
সুখী মানুষেরা সব সময় নিজেকে ভালবাসে, নিজের জন্য সময় বের করেন।
সুখী মানুষেরা সব সময় নিজেকে ভালবাসে, নিজের জন্য সময় বের করেন।
advertisement
9/9
সুখী মানুষের মধ্যে ভালবাসা কখনও মরে না। বয়স যতই বেড়ে যাক, আপনি সুখী হলে আপনার মধ্যে প্রেম থাকতে বাধ্য।
সুখী মানুষের মধ্যে ভালবাসা কখনও মরে না। বয়স যতই বেড়ে যাক, আপনি সুখী হলে আপনার মধ্যে প্রেম থাকতে বাধ্য।
advertisement
advertisement
advertisement