জ্যোতিষশাস্ত্রর দাবি, জীবনে ভাল বা খারাপ কিছু ঘটতে চললে তার আগাম আভাস পিঁপড়ের থেকে পাওয়া যায়! সামনের সময় কেমন কাটবে, তা বোঝা যায় বাড়িতে কীরকম পিঁপড়ে ভিড় জমিয়েছে, তার থেকে। বিজ্ঞান অবশ্য মনে করে, পশু-প্রাণীরা অনেককিছুই আগে থেকে বুঝতে পারে! তাদের ষষ্ঠ ইন্দ্রিয় আমাদের থেকে বেশি সচল।