Animal Pet Rule: ভারতে কোন কোন প্রাণী বাড়িতে পোষা সম্পূর্ণ নিষেধ, জেনে নিন সঠিক নিয়ম
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
Animal Pet Rule: খুব কম লোকই জানেন যে প্রাণীদের সুরক্ষার জন্য তৈরি আইনে স্পষ্ট করে আছে যে কী কী পশু বা পাখি বাড়িতে রাখা যাবে
অনেকে পশুপাখি পালন করেন শুধুমাত্র ভালোবাসার সঙ্গী হিসেবে, অনেকে আবার ব্যবসায়িক কারণে বাড়িতে পশু-পাখি রাখেন। (প্রতীকী ছবি)
advertisement
খুব কম লোকই জানেন যে প্রাণীদের সুরক্ষার জন্য তৈরি আইনে স্পষ্ট করে আছে যে কী কী পশু বা পাখি বাড়িতে রাখা যাবে। এই নিয়ম না মানলে বড়সড় শাস্তির মুখে পড়তে পারেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
গৃহপালিত প্রাণীদের মধ্যে কুকুরের নাম শীর্ষে আসে। প্রচুর বাড়িতে পোষ্য হিসাবে আমরা সারমেয় দেখতে পাই। তবে এ বিষয়ে সঠিক আইন অনেকেই জানেন না। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
ভারতে প্রতিটি জাতের কুকুর বাড়িতে রাখার অনুমতি নেই। বন্য কুকুরের তালিকায় স্পষ্টভাবে উল্লেখ আছে কোন কুকুরগুলিকে বাড়িতে রাখা বৈধ নয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
অনেক বাড়িতে পোষ্য হিসাবে বিড়াল দেখতে পাওয়া যায়। পোষা প্রাণীদের মধ্যে দ্বিতীয় হবে। দোকানে কিংবা বাড়িতে বিড়াল পোষার অনুমতি রয়েছে। তবে প্রজননকারী কিংবা বিক্রেতা হলে, সেক্ষেত্রে লাইসেন্স নিতে হবে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
এর পাশাপাশি গরু, মহিষের মতো গবাদি পশু প্রতিপালন হয় অনেকের বাড়িতে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ম রয়েছে। বিশেষ করে যাঁরা দুগ্ধ ব্যবসার সঙ্গে জড়িত।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
গরু ও মহিষ ছাড়াও ভারতে ভেড়া ও ছাগল পালন করা যায়। অবস্থান অনুসারে এটি উদ্দেশ্যের উপরও নির্ভর করে। সাধারণত এগুলো শুধুমাত্র দুধ ইত্যাদির জন্য পালন করা হয়। পোষা প্রাণী হিসাবে রাখা হয় না। তবে হ্যাঁ, এগুলি বাড়িতে লালন-পালন করা যেতে পারে এবং এটি অনুমোদিতও রয়েছে।(প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
গৃহপালিত প্রাণীদের মধ্যে পায়রা, খরগোশ, মুরগি এবং এমনকি কিছু ধরণের ছোট মাছও রয়েছে। খুব কম লোকই জানেন যে এই প্রাণীগুলি রাখতেও স্থানীয় পুরসভার থেকে রেজিস্ট্রেশন প্রয়োজন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement