'বউ আমাকে...' সেনা জওয়ানের শেষ অডিও! ছুটিতে বাড়ি এসে স্ত্রীর কাছে গিয়েছিলেন, তার পরেই এ কী হল!
- Published by:Tias Banerjee
Last Updated:
Army Soldier: রহস্য, বেদনা আর বিশ্বাসঘাতকতার এই গল্পে হয়তো শেষ প্রশ্নটা থেকেই যাবে—সেনা জওয়ান জীবনের যুদ্ধে জিতেছিলেন,
কিন্তু ভালবাসার যুদ্ধে হারলেন কোথায়?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
স্ত্রী তাঁর এই আগমনে সন্তুষ্ট হননি বলেই জানা যাচ্ছে। ক্ষুব্ধ হয়ে, অভিযোগ, তিনি নিজের স্বামীকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাওয়ান। পান করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেঘশ্যাম। মৃত্যুর আগে নিজের ভাইকে ফোন করে ঘটনার কথা জানিয়ে দেন তিনি। সেই ফোন কলে তিনি বলেন, “ও আমাকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে।” ফোন কলে বলা ওই কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। (Representational Image: AI Generated)