'বউ আমাকে...' সেনা জওয়ানের শেষ অডিও! ছুটিতে বাড়ি এসে স্ত্রীর কাছে গিয়েছিলেন, তার পরেই এ কী হল!

Last Updated:
Army Soldier: রহস্য, বেদনা আর বিশ্বাসঘাতকতার এই গল্পে হয়তো শেষ প্রশ্নটা থেকেই যাবে—সেনা জওয়ান জীবনের যুদ্ধে জিতেছিলেন, কিন্তু ভালবাসার যুদ্ধে হারলেন কোথায়?
1/7
ছুটিতে ফিরেছিলেন সেনা জওয়ান… স্ত্রী-সন্তানের মুখ দেখার আনন্দে অধীর ছিলেন… কিন্তু স্ত্রীর ঘরে ঢুকে যা ঘটল, তা কল্পনারও অতীত… An army soldier came home on leave his wife mixed poison in his cold drink the soldier died immediately after drinking it সবচেয়ে বড় যুদ্ধটা যেন যুদ্ধক্ষেত্রে নয়, অপেক্ষা করছিল নিজের বাড়ির মধ্যেই।
ছুটিতে ফিরেছিলেন সেনা জওয়ান… স্ত্রী-সন্তানের মুখ দেখার আনন্দে অধীর ছিলেন… কিন্তু স্ত্রীর ঘরে ঢুকে যা ঘটল, তা কল্পনারও অতীত… সবচেয়ে বড় যুদ্ধটা যেন যুদ্ধক্ষেত্রে নয়, অপেক্ষা করছিল নিজের বাড়ির মধ্যেই। (Representational Image: AI Generated)
advertisement
2/7
সেনাবাহিনীর কড়া শৃঙ্খলা আর বীরত্বের গল্পে বড় হয়ে ওঠা মেঘশ্যাম ছুটিতে ফিরেছিলেন উত্তরপ্রদেশের জলালপুরে। স্ত্রী আর সন্তানকে দেখার ব্যাকুলতা নিয়ে ডাওকা গ্রামে হাজির হয়েছিলেন—মনটা তখন প্রেম, স্নেহ আর কিছু নির্জন সময়ের আশায় উদগ্রীব।
সেনাবাহিনীর কড়া শৃঙ্খলা আর বীরত্বের গল্পে বড় হয়ে ওঠা মেঘশ্যাম ছুটিতে ফিরেছিলেন উত্তরপ্রদেশের জলালপুরে। স্ত্রী আর সন্তানকে দেখার ব্যাকুলতা নিয়ে ডাওকা গ্রামে হাজির হয়েছিলেন—মনটা তখন প্রেম, স্নেহ আর কিছু নির্জন সময়ের আশায় উদগ্রীব।
advertisement
3/7
কিন্তু কারও যেন সেই শান্তির ছুটি একেবারেই মেনে হয়নি।স্ত্রী যখন ঠান্ডা পানীয় বাড়িয়ে দিলেন, মেঘশ্যাম নিশ্চিন্তে তা গ্রহণ করলেন। কে জানত, চুমুকের পর চুমুক, আদর মেশানো সেই পানীয় ছিল আসলে মৃত্যু-দ্রব্য?
কিন্তু কারও যেন সেই শান্তির ছুটি একেবারেই মেনে হয়নি। স্ত্রী যখন ঠান্ডা পানীয় বাড়িয়ে দিলেন, মেঘশ্যাম নিশ্চিন্তে তা গ্রহণ করলেন। কে জানত, চুমুকের পর চুমুক, আদর মেশানো সেই পানীয়ই ছিল তাঁর শেষ?  (Representational Image: AI Generated)
advertisement
4/7
সেনা জওয়ান নিজেই মৃত্যুর আগে ফোন করেছিলেন নিজের ভাইকে। কণ্ঠে বিষণ্নতা, শরীরে বিষক্রিয়া—তবু স্পষ্ট অভিযোগ:
সেনা জওয়ান নিজেই মৃত্যুর আগে ফোন করেছিলেন নিজের ভাইকে। কণ্ঠে বিষণ্নতা, শরীরে বিষক্রিয়া—তবু স্পষ্ট অভিযোগ: "ও আমাকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে…" একটা অডিও ক্লিপে বন্দি সেই মুহূর্ত। (Representational Image: AI Generated)
advertisement
5/7
ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল গোটা দেশজুড়ে।মৃত্যুর আগে শেষ শক্তি নিয়ে পৌঁছন জলালপুর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল গোটা দেশজুড়ে। মৃত্যুর আগে শেষ শক্তি নিয়ে পৌঁছন জলালপুর। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। (Representational Image: AI Generated)
advertisement
6/7
পুলিশ শুরু করেছে তদন্ত। স্ত্রীর বিরুদ্ধে বিষ মেশানোর অভিযোগ। গ্রামে গুঞ্জন—সংসার কি ভেঙেই গিয়েছিল আগেই? নাকি এই হত্যার নেপথ্যে আছে আরও গভীর ষড়যন্ত্র?প্রেমে বিষ ছিল, না কি প্রতিহিংসায়? নাকি কোনও অজানা সম্পর্কের গোপন পরিণতি?
পুলিশ শুরু করেছে তদন্ত। স্ত্রীর বিরুদ্ধে বিষ মেশানোর অভিযোগ। গ্রামে গুঞ্জন—সংসার কি ভেঙেই গিয়েছিল আগেই? নাকি এই হত্যার নেপথ্যে আছে আরও গভীর ষড়যন্ত্র? প্রেমে বিষ ছিল, না কি প্রতিহিংসায়? নাকি কোনও অজানা সম্পর্কের গোপন পরিণতি? (Representational Image: AI Generated)
advertisement
7/7
স্ত্রী তাঁর এই আগমনে সন্তুষ্ট হননি বলেই জানা যাচ্ছে। ক্ষুব্ধ হয়ে, অভিযোগ, তিনি নিজের স্বামীকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাওয়ান। পান করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেঘশ্যাম। মৃত্যুর আগে নিজের ভাইকে ফোন করে ঘটনার কথা জানিয়ে দেন তিনি। সেই ফোন কলে তিনি বলেন, “ও আমাকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে।” ফোন কলে বলা ওই কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। An army soldier came home on leave his wife mixed poison in his cold drink the soldier died immediately after drinking it
স্ত্রী তাঁর এই আগমনে সন্তুষ্ট হননি বলেই জানা যাচ্ছে। ক্ষুব্ধ হয়ে, অভিযোগ, তিনি নিজের স্বামীকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাওয়ান। পান করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন মেঘশ্যাম। মৃত্যুর আগে নিজের ভাইকে ফোন করে ঘটনার কথা জানিয়ে দেন তিনি। সেই ফোন কলে তিনি বলেন, “ও আমাকে ঠান্ডা পানীয়ে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে।” ফোন কলে বলা ওই কথোপকথনের অডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। (Representational Image: AI Generated)
advertisement
advertisement
advertisement