Amarjeet Sada The Serial Killer: নিজের বোন সহ নৃশংস সব খুন! বিশ্বের সবচেয়ে কম বয়সী সিরিয়াল কিলার ভারতেরই! কোথায় গেল অমরজিৎ?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Amarjeet Sada The Serial Killer: অত্যন্ত নিষ্ঠুর চরিত্রের এই কিশোর ভয়ঙ্কর অপরাধের সঙ্গে যুক্ত ছিল। মাত্র আট বছর বয়সে তিনটি খুন করেছিল সে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গ্রেফতার হওয়ার সময় অমরজিৎ সাদার বয়স ছিল মাত্র আট বছর। তার জন্ম ১৯৯৮ সালে। পরিবারের দুই সদস্য ছাড়াও প্রতিবেশীর মেয়েকে হত্যা করার দায়ে পুলিশ গ্রেফতার করে তাকে। ২০০৬ থেকে ২০০৭ সালের মধ্যেই সে পর পর তিনটি খুন করে। তখন তার বয়স ছিল সাত থেকে আটের মধ্যে। দ্য মিররের প্রতিবেদনে বলা হয়েছে, এই বয়সে তিনটি খুনের কারণে অমরজিৎ সাদার নাম বিশ্বের কনিষ্ঠতম সিরিয়াল কিলারের তালিকায় উঠে এসেছে।
advertisement
advertisement