Agro Terrorism: করোনা তো 'শিশু', চিন যা 'কাণ্ড' ঘটিয়েছে আবার, আসছে 'মহাপ্রলয়'! শুনলে মাথায় হাত দেবেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Agro Terrorism- এই ছত্রাক নিয়ে আমেরিকান বিশেষজ্ঞরা সতর্কবার্তা দিয়েছেন, এটি করোনা ভাইরাসের চেয়েও বেশি বিপজ্জনক হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
গর্ডন চ্যাং আরও বলেছেন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সব সময় আমেরিকার সঙ্গে যুদ্ধের কথা বলেন এবং চিনের জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে উৎসাহিত করেন। মে ২০১৯-এ চিনের সবচেয়ে প্রামাণ্য প্রকাশনা সরকারি সংবাদমাধ্যম 'পিপলস ডেইলি' একটি ঐতিহাসিক সম্পাদকীয় প্রকাশ করে, সেখানে আমেরিকার বিরুদ্ধে 'জনযুদ্ধ' (People's War) ঘোষণা করা হয়।
advertisement
অন্যদিকে, রয়টার্স দ্বারা সাক্ষাৎকার নেওয়া কৃষি বিশেষজ্ঞরা বলেছেন, এই ছত্রাক (ফাঙ্গাস) আমেরিকায় এক শতাব্দীরও বেশি সময় ধরে উপস্থিত রয়েছে। তাঁদের মতে, এই ছত্রাককে কীটনাশক স্প্রে করে নিয়ন্ত্রণ করা সম্ভব এবং এটি ততক্ষণ পর্যন্ত বিপজ্জনক নয়, যতক্ষণ না এটি নিয়মিত এবং খুব বড় পরিমাণে খাওয়া হয়। এই ছত্রাক সাধারণত বৃষ্টির সময় গম, বার্লি এবং অন্য শস্যে সংক্রমণ ঘটায়।