স্ত্রীর গয়না বন্ধক, জমি বিক্রি—মদের প্রেমে ৭২ লক্ষ শেষ! সব হারিয়ে অনুতপ্ত 'মোটুলাল'
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
মদ্যপানের অভ্যাস কেবল মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে না, ব্যক্তিগত জীবনেও বিপর্যয় ডেকে আনতে পারে। কিছু ক্ষেত্রে মদের প্রতি আসক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে মানুষ চিন্তাভাবনার ক্ষমতা হারিয়ে ফেলে। তেমনটাই হয়েছে বিহারের এক যুবকের সঙ্গেও।
মদ্যপানের অভ্যাস কেবল মানুষের স্বাস্থ্যের ক্ষতি করে না, ব্যক্তিগত জীবনেও বিপর্যয় ডেকে আনতে পারে। কিছু ক্ষেত্রে মদের প্রতি আসক্তি এতটাই প্রবল হয়ে ওঠে যে মানুষ চিন্তাভাবনার ক্ষমতা হারিয়ে ফেলে। তেমনটাই হয়েছে বিহারের এক যুবকের সঙ্গেও। জানা গিয়েছে, মদ খাওয়ার জন্য ইতিমধ্যেই ৭২ লক্ষ টাকা ব্যয় করে ফেলেছেন তিনি।
advertisement
advertisement
advertisement
সাক্ষাৎকারে মোটুলালকে অকপটে স্বীকার করতে শোনা গিয়েছে, ইতিমধ্যেই ৪৫ লক্ষ টাকার জমি বিক্রি করেছেন তিনি। স্ত্রীর অনেক গয়নাও বন্ধক রেখেছেন। মোট ৭২ লক্ষ টাকা খরচ করে ফেলেছেন। আর সবই তিনি খরচ করেছেন মদ কিনে। ভিডিয়োয় যুবক যখন সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখন তাঁর মাকে দুঃখিত মুখে বসে থাকতে দেখা গিয়েছিল। তবে মদের জন্য এত টাকা খরচ করে কিছুটা হলেও অনুতপ্ত মোটুলাল। সে কথা স্বীকার করেছেন তিনি। জানিয়েছেন, মদ না খেলে এত দিনে কোটিপতি হয়ে যেতেন।
advertisement
তাঁর সাক্ষাৎকারের সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ৪৭ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময় প্রকাশ করেছেন। যুবকের পরিবারের প্রতি সহানুভূতিও প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘এ কী ধরনের অনুতাপ! অনুতাপ ভোলার জন্যও মনে হয় মদ খায়।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘মদ্যপানের অভ্যাস খারাপ। পরিবারের কথা অন্তত চিন্তা করা উচিত ছিল।’’
