প্রচলিত আছে রানি রাসমণি দেবী কালীর স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন ।
মন্দির প্রতিষ্ঠার সময়ে রামকৃষ্ণ পরমহংসের দাদা রামকুমার চট্টোপাধ্যায় রানিকে অনেক সাহায্য করেছিলেন।
রামকুমারই ছিলেন মন্দিরের প্রথম প্রধান পুরোহিত । সেই দাদার হাত ধরেই গদাই এসেছিলেন দক্ষিণেশ্বরে ৷
১৮৫৭-৫৮ সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরের পূজার ভার গ্রহণ করেন । পরবর্তীকালে তিনি এই মন্দিরকেই তাঁর সাধনক্ষেত্র রূপে বেছে নিয়েছিলেন ।
মায়ের আরাধনায় কিশোর গদাধর এসেছিলেন দক্ষিণেশ্বরে ৷ দক্ষিণেশ্বর কালীবাড়ি চত্বরে কালীমন্দির ছাড়াও একাধিক দেবদেবীর মন্দির অবস্থিত।
এই দক্ষিণেশ্বর মন্দিরজুড়ে ঠাকুর ও মায়ের অনেক স্মৃতিই বর্তমান ৷
...