ভাবতেই পারেন ঝাড়ু কেনা আবার কী এমন ব্যাপার? কিন্তু বাস্তুশাস্ত্র মতে, ঝাড়ু নিয়ে কোনও ভুল পদক্ষেপ মানুষকে হতদরিদ্র বানিয়ে দিতে পারে।
ভাঙা ঝাড়ু ফেলতে হবে কোনও শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। কোনও বিশেষ ভাল তিথিতে ভাঙা ঝাড়ু ফেলতে নেই।
ঝাড়ু ঘরের উত্তর-পূর্ব দিকে রাখতে নেই। ঝাড়ু রাখার সবচেয়ে ভাল দিক হচ্ছে দক্ষিণ বা পশ্চিম দিক
ঝাড়ু কখনও আলমারি বা টাকা রাখার জায়গায় রাখতে নেই।
শোয়ার ঘরে এবং রান্নাঘরে ঝাড়ু রাখবেন না
সূর্যাস্তের পর ঝাড়ু দেওয়া খুব খারাপ, অন্যদিকে সূর্যোদয়ের সঙ্গে ঝাড়ু দেওয়া খুবই শুভ। টাকা আসে।
শুক্লপক্ষে নতুন ঝাড়ু কিনবেন না। নতুন ঝাড়ু সব সময়ে কৃষ্ণপক্ষে কেনা ভাল
...