স্বামীর ক্যানসার, 'মিরাকল সাধুর' কাছে এলেন স্ত্রী, 'বাবা' বললেন, 'দরজা বন্ধ করে উপরে এসো'! তার পর যা হল...!

Last Updated:
Miracle Sadhu: মহিলা শুনেছিলেন এই ‘মিরাকল হিলার’ সাধুর কথা। তিনি ভাবলেন, হয়তো স্বামীর রোগের উপশম হবে। তাই তিনি সোজা চলে যান সাধুর বাড়িতে।
1/8
এক সাধু নিজেকে ‘দুর্দান্ত চিকিৎসক’ বলে দাবি করতেন। প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে প্রচার করতেন যে তিনি ক্যানসারের মতো দুরারোগ্য রোগও সারিয়ে দিতে পারেন। এক মহিলা, যাঁর স্বামী ক্যানসারে আক্রান্ত, সেই আশায় তাঁর কাছে পৌঁছে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন, তা ছিল এক বিভীষিকা।
এক সাধু নিজেকে ‘দুর্দান্ত চিকিৎসক’ বলে দাবি করতেন। প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে প্রচার করতেন যে তিনি ক্যানসারের মতো দুরারোগ্য রোগও সারিয়ে দিতে পারেন। এক মহিলা, যাঁর স্বামী ক্যানসারে আক্রান্ত, সেই আশায় তাঁর কাছে পৌঁছে যান। কিন্তু সেখানে গিয়ে তিনি যা দেখলেন, তা ছিল এক বিভীষিকা। (Representative Image: AI generated) 
advertisement
2/8
মহিলা শুনেছিলেন এই ‘মিরাকল হিলার’ সাধুর কথা। তিনি ভাবলেন, হয়তো স্বামীর রোগের উপশম হবে। তাই তিনি সোজা চলে যান সাধুর বাড়িতে।
মহিলা শুনেছিলেন এই ‘মিরাকল হিলার’ সাধুর কথা। তিনি ভাবলেন, হয়তো স্বামীর রোগের উপশম হবে। তাই তিনি সোজা চলে যান সাধুর বাড়িতে। (Representative Image: AI generated) 
advertisement
3/8
সাধু তখন তাঁকে উপরে নিজের ঘরে ডাকেন। বলেন, "গেট বন্ধ করে ওপরে এসো…"মহিলা সন্দেহ হওয়ায় শুরুতে উপেক্ষা করলেও, শেষমেশ সাধু নিজেই নীচে নেমে এসে দরজা বন্ধ করে দেন।
সাধু তখন তাঁকে উপরে নিজের ঘরে ডাকেন। বলেন, "গেট বন্ধ করে ওপরে এসো…" মহিলা সন্দেহ হওয়ায় শুরুতে উপেক্ষা করলেও, শেষমেশ সাধু নিজেই নীচে নেমে এসে দরজা বন্ধ করে দেন। (Representative Image: AI generated) 
advertisement
4/8
"আমি তো শুধু ওষুধ নিতে গিয়েছিলাম…" ভেঙে পড়ে বললেন নির্যাতিতা মহিলা। থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়ে মহিলা। যা জানালেন শুনে কপালে ঘাম বেরিয়ে গেল অফিসারদেরও।
 "আমি তো শুধু ওষুধ নিতে গিয়েছিলাম…" ভেঙে পড়ে বললেন নির্যাতিতা মহিলা । থানায় গিয়ে কান্নায় ভেঙে পড়ে মহিলা। যা জানালেন শুনে কপালে ঘাম বেরিয়ে গেল অফিসারদেরও। (Representative Image: AI generated) 
advertisement
5/8
মহিলা বললেন, "লোকটা বলল উপরে আসতে। তার পর দরজা বন্ধ করে আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। আমি কাঁদছিলাম, চিৎকার করছিলাম… কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে এসে আপনাদের কাছে এসেছি।"
মহিলা বললেন, "লোকটা বলল উপরে আসতে। তার পর দরজা বন্ধ করে আমার সঙ্গে খারাপ কিছু করার চেষ্টা করে। আমি কাঁদছিলাম, চিৎকার করছিলাম… কোনওক্রমে সেখান থেকে বেরিয়ে এসে আপনাদের কাছে এসেছি।" (Representative Image: AI generated) 
advertisement
6/8
মহিলার অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয় আহমদগড় থানার পুলিশ, এবং অভিযুক্ত সাধুকে গ্রেফতার করা হয়। সাধুর বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাধু এর আগেও একাধিক অপরাধমূলক মামলায় জেল খেটেছে।
মহিলার অভিযোগ পেয়েই সঙ্গে সঙ্গে তৎপর হয় আহমদগড় থানার পুলিশ, এবং অভিযুক্ত সাধুকে গ্রেফতার করা হয়। সাধুর বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই সাধু এর আগেও একাধিক অপরাধমূলক মামলায় জেল খেটেছে। (Representative Image: AI generated) 
advertisement
7/8
 তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ-ও আছে।এই ঘটনার পর, মহিলার অভিযোগের ভিত্তিতে গুরুতর ধারায় এফআইআর দায়ের করে তাকে ফের জেল পাঠানো হচ্ছে।
উত্তরপ্রদেশের বুলন্দশহরের আহমদগড় এলাকা থেকে উঠে এল এই ভয়ঙ্কর ঘটনা। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ-ও আছে। এই ঘটনার পর, মহিলার অভিযোগের ভিত্তিতে গুরুতর ধারায় এফআইআর দায়ের করে তাকে ফের জেল পাঠানো হচ্ছে। (Representative Image: AI generated) 
advertisement
8/8
এতেই শেষ নয়…

গ্রেফতার হওয়া সাধুর এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সে জেল থেকে ছাড়া পেয়ে থানার অফিসারকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিচ্ছে।

আস্থা আর নির্ভরতার মুখোশ পরে ঘুরে বেড়ানো এই ‘বাবা’দের আসল মুখ প্রকাশ্যে এসেছে।
এতেই শেষ নয়… গ্রেফতার হওয়া সাধুর এক ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, সে জেল থেকে ছাড়া পেয়ে থানার অফিসারকে ‘শিক্ষা দেওয়ার’ হুমকি দিচ্ছে। আস্থা আর নির্ভরতার মুখোশ পরে ঘুরে বেড়ানো এই ‘বাবা’দের আসল মুখ প্রকাশ্যে এসেছে। (Representative Image: AI generated) 
advertisement
advertisement
advertisement