খেলাচ্ছলে গাড়ি স্টার্ট করল ১২ বছরের ছেলে! আটকে গেল রেল লাইনে, উল্টো দিক থেকে ছুটে এল ট্রেন! তার পর...
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
সাগর শহরের ভূতেশ্বর রেলগেটের কাছে এই ঘটনা ঘটে, যেখানে ১২ বছর বয়সী একটি শিশু তার বাবার অল্টো গাড়িতে বসে ছিল। গাড়ি চালিয়ে দিল সে! ট্রেন এল উল্টো দিক থেকে! তার পর?
রেলগেটের কাছে তুমুল হট্টগোল! একটা গাড়ি আসছে না? এ কী করে সম্ভব? ঠিক তখনই হঠাৎ থেমে গেল গাড়িটি। শুধু তাই-ই নয়, এর পর ঢুকে গেল ট্রেন। কু ঝিকঝিক শব্দে শিয়রে সংক্রান্তি দেখলেন সবাই। রেলওয়ে গার্ড ট্রেনটি থামানোর জন্য দাঁড়িয়ে ছিলেন ঠিকই। কিন্তু, যখন তিনি গাড়িটি ট্র্যাকে আটকে থাকতে দেখেন, তখন তিনিও হতবাক হয়ে যান।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মধ্যপ্রদেশের সাগর শহরে একটি স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ম্যানেজার ভি কে কৃপলানি এই বিষয়ে জানান যে, আজমের-দুর্গ ডাউন ট্রেনটি যাচ্ছিল। একই ট্র্যাকে একটি গাড়ি আটকে থাকার খবর পাওয়া গিয়েছিল। এর পর ট্রেনটি থামানো সম্ভব হয়। ট্রেনটি প্রায় ৭ মিনিট দাঁড়িয়ে থাকে এবং গাড়িটি সরিয়ে নেওয়ার পর এটি তার গন্তব্যের দিকে রওনা হয়।