Weather Update: মেঘলা বসন্তের দিন শেষ, এবার আসছে ঠা ঠা পোড়া গরম, উত্তরের হাওয়া দক্ষিণের থেকে আলাদা? রইল ওয়েদার আপডেট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Sujoy Ghosh
Last Updated:
West Bengal Weather Update: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে কনকনে ঠান্ডা থাকলেও সমতল জুড়ে উষ্ণতার ছোঁয়া। সব মিলিয়ে কনকনে ঠান্ডার মাঝে হালকা রোদের দেখা পেয়ে স্বস্তিতে উত্তরবঙ্গবাসী।
বৃষ্টি কুয়াশার মাঝেই ঝলমলে রোদে হাসলো পাহাড়। কয়েক দিন ধরে ঘন কুয়াশার চাদরে মোড়া পাহাড় থেকে সমতল আর তার মাঝেই রোদের লুকোচুরি খেলা । সব মিলিয়ে দারুন মুডে উত্তরের আবহাওয়া।
advertisement
মঙ্গলবার সকাল থেকেই ঘন কুয়াশার চাদর মেঘে ঢাকা আকাশের মাঝে ঝলমলে রোদের খেলা আবার মাঝে মাঝে বৃষ্টিপাত।একদিকে ঘন কুয়াশা অন্যদিকে বৃষ্টি সবকিছুর মাঝেই এই মিঠে রোদ যেন সামান্য স্বস্তি দিল উত্তরবঙ্গবাসীর মনে। বৃষ্টির পরেই ধীরে ধীরে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত।
advertisement
চলতি সপ্তাহ জুড়েই উত্তরের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস তুষারের চাদরে মুড়তে পারে দার্জিলিং। উত্তরের ৩ জেলা কালিম্পং দার্জিলিং এবং জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস থাকলেও বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কুচবিহারে ঝলমলে রোদ।
advertisement
আই এম ডি অনুযায়ী, আগামী ৪-৫ দিন উত্তরের উপরের দিকের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পরেই ধীরে ধীরে বাড়বে পারদ। বৃষ্টির পর আস্তে আস্তে উত্তরবঙ্গ থেকে বিদায় নেবে শীত। রোদে হাসবে পাহাড় থেকে সমতল।
advertisement