Darjeeling: দার্জিলিং, মিরিক, কালিম্পং বেড়াতে যাচ্ছেন? কোন রাস্তা সচল, কোন রাস্তা এখনও বন্ধ? পৌঁছনোর আগে জানুন

Last Updated:
Darjeeling: উত্তরবঙ্গ ও সিকিম সফরে আসা যাত্রীদের জন্য সুখবর। পাহাড়ের বেশিরভাগ প্রধান রাস্তা এখন পুরোপুরি খোলা এবং নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক বিরূপ পরিস্থিতির পর, এলাকায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এসেছে।
1/5
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ ও সিকিম সফরে আসা যাত্রীদের জন্য সুখবর। পাহাড়ের বেশিরভাগ প্রধান রাস্তা এখন পুরোপুরি খোলা এবং নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক বিরূপ পরিস্থিতির পর, এলাকায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এসেছে।
*দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্য : উত্তরবঙ্গ ও সিকিম সফরে আসা যাত্রীদের জন্য সুখবর। পাহাড়ের বেশিরভাগ প্রধান রাস্তা এখন পুরোপুরি খোলা এবং নিরাপদ হিসেবে চিহ্নিত হয়েছে। সাম্প্রতিক প্রাকৃতিক বিরূপ পরিস্থিতির পর, এলাকায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে এসেছে।
advertisement
2/5
*স্থানীয় ড্রাইভার এবং অন-গ্রাউন্ড ট্রাভেল পার্টনারদের যাচাই অনুযায়ী, NH10, লামাহাটার মাধ্যমে গ্যাংটক–দার্জিলিং রুট এবং কার্শিয়াং হয়ে দার্জিলিং–শিলিগুড়ি রুট সম্পূর্ণ সচল। যাত্রীরা এই রুট ব্যবহার করে নিরাপদে এবং সময়মতো তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
*স্থানীয় ড্রাইভার এবং অন-গ্রাউন্ড ট্রাভেল পার্টনারদের যাচাই অনুযায়ী, NH10, লামাহাটার মাধ্যমে গ্যাংটক–দার্জিলিং রুট এবং কার্শিয়াং হয়ে দার্জিলিং–শিলিগুড়ি রুট সম্পূর্ণ সচল। যাত্রীরা এই রুট ব্যবহার করে নিরাপদে এবং সময়মতো তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন।
advertisement
3/5
*যদিও বেশিরভাগ রাস্তা খোলা, কিছু স্থান এখনও মেরামতাধীন। বিশেষ করে রোহিনী এবং মিরিক–শিলিগুড়ি (দুধিয়া পথে) রুটে কাজ চলছে। স্থানীয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে অল্প দিনের মধ্যেই এই রুটগুলোও সচল হয়ে যাবে।
*যদিও বেশিরভাগ রাস্তা খোলা, কিছু স্থান এখনও মেরামতাধীন। বিশেষ করে রোহিনী এবং মিরিক–শিলিগুড়ি (দুধিয়া পথে) রুটে কাজ চলছে। স্থানীয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছেন যে অল্প দিনের মধ্যেই এই রুটগুলোও সচল হয়ে যাবে।
advertisement
4/5
*ভ্রমণকারীদের জন্য স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে যাত্রা করার পরামর্শ দিয়েছেন। তারা আহ্বান জানিয়েছেন, যাত্রীদের উচিত স্থানীয় নির্দেশনা মেনে চলা এবং পুরো যোগাযোগ পুনঃস্থাপনার জন্য যথেষ্ট সময় দেওয়া।
*ভ্রমণকারীদের জন্য স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে যাত্রা করার পরামর্শ দিয়েছেন। তারা আহ্বান জানিয়েছেন, যাত্রীদের উচিত স্থানীয় নির্দেশনা মেনে চলা এবং পুরো যোগাযোগ পুনঃস্থাপনার জন্য যথেষ্ট সময় দেওয়া।
advertisement
5/5
*এই মুহূর্তে যাত্রীরা নিরাপদে, পরিকল্পিতভাবে এবং সুবিধাজনক সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। ভ্রমণকারীদের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন পরিকল্পনা অনুযায়ী যাত্রা শুরু করেন এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সতর্ক থাকেন।
*এই মুহূর্তে যাত্রীরা নিরাপদে, পরিকল্পিতভাবে এবং সুবিধাজনক সময়ে তাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। ভ্রমণকারীদের কাছে বিশেষ অনুরোধ, তারা যেন পরিকল্পনা অনুযায়ী যাত্রা শুরু করেন এবং দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সতর্ক থাকেন।
advertisement
advertisement
advertisement