Viral News: ফোন কলে চুটিয়ে প্রেম, কিন্তু ভুলেও বুঝতে পারেনি হবু বউ! বিয়ের আসরে সামনে এল নোংরা সত্যি...! মুহূর্তে পগারপার বর

Last Updated:
Viral News: ফোনে ফোনে উত্তাল প্রেম। প্রেমের সম্পর্কে পরিণতি দিতে বরযাত্রী নিয়ে ফারাক্কায় বিয়ে করতে এলেন। এরপর এমন কী ঘটল, যাতে বিয়ের আসর ছেড়ে দৌড়ে পালাল হবু বর! যদিও আটকা পড়ে যান বরযাত্রীরা।
1/6
*ফোনে ফোনে উত্তাল প্রেম। প্রেমের সম্পর্কে পরিণতি দিতে বরযাত্রী নিয়ে ফারাক্কায় বিয়ে করতে এলেন। এরপর এমন কী ঘটল, যাতে বিয়ের আসর ছেড়ে দৌড়ে পালাল হবু বর! ফাইল ছবি। 
*ফোনে ফোনে উত্তাল প্রেম। প্রেমের সম্পর্কে পরিণতি দিতে বরযাত্রী নিয়ে ফারাক্কায় বিয়ে করতে এলেন। এরপর এমন কী ঘটল, যাতে বিয়ের আসর ছেড়ে দৌড়ে পালাল হবু বর! ফাইল ছবি। 
advertisement
2/6
*যদিও আটকা পড়ে যান বরযাত্রীরা। ঘটনাস্থলে ছুটে আসতে হল ফারাক্কা থানার থানার পুলিশকে। চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয় ফরাক্কা থানার মহেশপুরের বটতলা এলাকায়। ফাইল ছবি। 
*যদিও আটকা পড়ে যান বরযাত্রীরা। ঘটনাস্থলে ছুটে আসতে হল ফারাক্কা থানার থানার পুলিশকে। চাঞ্চল্যকর ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয় ফরাক্কা থানার মহেশপুরের বটতলা এলাকায়। ফাইল ছবি। 
advertisement
3/6
*স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস থেকে ফারাক্কার বটতলা এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শামসেরগঞ্জের চস্কাপুর গ্রামের এক যুবকের। ফাইল ছবি। 
*স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত কয়েক মাস থেকে ফারাক্কার বটতলা এলাকার এক যুবতীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে শামসেরগঞ্জের চস্কাপুর গ্রামের এক যুবকের। ফাইল ছবি। 
advertisement
4/6
*ফোনে ফোনে প্রেমে এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত হয়। বহু টানাপোড়নের পর কথামতো রবিবার বরযাত্রী নিয়ে বিয়েও করতে যান ওই যুবক। ফাইল ছবি। 
*ফোনে ফোনে প্রেমে এক পর্যায়ে বিয়ের সিদ্ধান্ত হয়। বহু টানাপোড়নের পর কথামতো রবিবার বরযাত্রী নিয়ে বিয়েও করতে যান ওই যুবক। ফাইল ছবি। 
advertisement
5/6
*কিন্তু বিয়ে করতে গিয়েই ঘটলো অঘটন। হঠাৎ বিয়ে পড়ানোর প্রাক মুহুর্তে রটে যায় ওই যুবকের আগেও একাধিক বিবাহ হয়েছে। আর তাতেই বেধে যাই হই হই কাণ্ড। ফাইল ছবি। 
*কিন্তু বিয়ে করতে গিয়েই ঘটলো অঘটন। হঠাৎ বিয়ে পড়ানোর প্রাক মুহুর্তে রটে যায় ওই যুবকের আগেও একাধিক বিবাহ হয়েছে। আর তাতেই বেধে যাই হই হই কাণ্ড। ফাইল ছবি। 
advertisement
6/6
*কিছুক্ষণের মধ্যেই বিয়ের আসর থেকে পালিয়ে যায় বর। যদিও আটকা পড়ে যায় বরযাত্রীরা। বরযাত্রীদের আটকে রেখেই ফরাক্কা থানায় খবর দেওয়া হয় মেয়ের পরিবারের পক্ষ থেকে। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ফাইল ছবি।
*কিছুক্ষণের মধ্যেই বিয়ের আসর থেকে পালিয়ে যায় বর। যদিও আটকা পড়ে যায় বরযাত্রীরা। বরযাত্রীদের আটকে রেখেই ফরাক্কা থানায় খবর দেওয়া হয় মেয়ের পরিবারের পক্ষ থেকে। ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে ফরাক্কা থানার পুলিশ। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement