Jalpaiguri News: ট্রেক করতে ভালবাসেন? এবার পুজোয় ঘুরে আসুন ভুটান... সহজেই বিদেশ ভ্রমণ
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
চেলে লা পাস, বাইক রাইড থেকে শুরু করে ট্রেক কিংবা পর্যটকদের ঘুরতে আসার জন্য অসাধারণ একটি জায়গা। এখানে পাহাড়-পর্বত, গাছপালা, শান্ত নদীর সঙ্গে চোখে পড়ে রঙিন হিমালয় মোনাল সহ অন্যান্য নানা অচেনা পাখির আনাগোনা।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
চেলে লা পাস, বাইক রাইড থেকে শুরু করে ট্রেক কিংবা পর্যটকদের ঘুরতে আসার জন্য অসাধারণ একটি জায়গা। এখানে পাহাড়-পর্বত, গাছপালা, শান্ত নদীর সঙ্গে চোখে পড়ে রঙিন হিমালয় মোনাল সহ অন্যান্য নানা অচেনা পাখির আনাগোনা। ভুটানি সংস্কৃতির মত এক্কেবারে ভিন একটা সংস্কৃতিকে চোখের সামনে পরখ করে দেখবার সুযোগ রয়েছে এখানে৷