Weather Update: ঘুর্ণাবর্তের জের, টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গ, আজ দিনভর কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
অবিরাম বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নামলো। দার্জিলিংয়ে ফিরল চেনা ঠাণ্ডা আমেজ।
পুজোয় আগেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বৃষ্টির দাপট। উত্তরবঙ্গে বেশ কয়েকদিন ধরে তাপমাত্রা ঊর্ধ্বমুখী ছিল। কিন্তু আবহাওয়া দফতরের থেকে জানা যাচ্ছে উত্তর আজ বৃষ্টিতে ভিজবে। এখানে সর্বত্র জুড়ে থাকবে মেঘলা আকাশ। ইতিমধ্যেই নিম্নচাপের দাপটে শুরু হয়েছে বৃষ্টি। সমতলেও রয়েছে দিনভর বৃষ্টির পূর্বাভাস। অবিরাম বৃষ্টিপাতের ফলে উত্তরবঙ্গের তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নামলো। দার্জিলিংয়ে ফিরল চেনা ঠাণ্ডা আমেজ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উত্তরদিনাজপুর: এখানেও আবহাওয়ার কোনও ব্যতিক্রমী রুপের দেখা মিলবে না৷ জেলার সর্বত্র আকাশ থাকবে মেঘলা। গতদিন থেকেই হালকা বৃষ্টি শুরু হয়েছে। ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার, আজ দিনভর রয়েছে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার, এখানে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।ইসলামপুর: এখানেও আজ সারাদিন মেঘলা আকাশ সঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস৷ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ডিগ্রি সেলসিয়াস।
advertisement
গঙ্গারামপুর: এখানে ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সকাল থেকেই রয়েছে আকাশের মুখ ভার। দিনভর রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ বৃহস্পতিবার, গঙ্গারামপুরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিন দিনাজপুর: সকাল থেকেই কখনও ভারি কখনও মাঝারি বৃষ্টিতে ভিজছে এই জেলার বিভিন্ন অংশ। তবে আবহাওয়া বেশ মনোরম৷ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.০৩ ডিগ্রি সেলসিয়াস।