Temple: উত্তরবঙ্গেই তৈরি হল দক্ষিণেশ্বরের মতোই হুবহু এই মন্দির! কোথায় জানেন? পুজো দিয়ে আসুন শুভ দিনে
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
Temple: দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাননি এমন বাঙালি খুবই কম। রামকৃষ্ণ এবং কালী নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। অনেকেই রয়েছেন যারা দূর থেকে দক্ষিণেশ্বর দর্শন করতে পারেনি, তাদের জন্যই তৈরি এই মন্দির। এখানে এলে মনে হবে দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দিরে চলে এসেছেন।
*দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাননি এমন বাঙালি খুব কমই রয়েছেন। রামকৃষ্ণ এবং কালি নিয়ে বাঙালি বরাবরই আবেগপ্রবণ। তবে অনেকেই রয়েছেন যারা দূর থেকে দক্ষিণেশ্বর দর্শন করতে এখনও পর্যন্ত যেতে পারেনি। তাদের জন্যই এবার সেই একই আদলে একই অবয়ব, বাইরে থেকে এক ঝলক দেখলে মনে হবে এই বুঝি দক্ষিণেশ্বর ভবতারিণীর মন্দিরে এসেছি। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement