Smartphone: মোবাইলে সেলফি, ভিডিও তোলার অভ্যাস আছে? এখনই সাবধান হয়ে যান, হতে পারে বড়সড় বিপদ 

Last Updated:
Smartphone : যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব রেলের মালদহ ডিভিশনের রেল সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রচারাভিযান চালানো হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে।
1/5
রেল দুর্ঘটনা এড়াতে এবারে বিশেষভাবে সচেতন করল মালদহ রেল ডিভিশন। রেললাইনের উপর বা নিকটবর্তী এলাকায় সেলফি তোলা ও ভিডিও করলেই হতে পারে কড়া আইনি ব্যবস্থা জানালো পূর্ব রেলের মালদহ ডিভিশন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
রেল দুর্ঘটনা এড়াতে এবারে বিশেষভাবে সচেতন করল মালদহ রেল ডিভিশন। রেললাইনের উপর বা নিকটবর্তী এলাকায় সেলফি তোলা ও ভিডিও করলেই হতে পারে কড়া আইনি ব্যবস্থা জানাল পূর্ব রেলের মালদহ ডিভিশন। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
2/5
যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব রেলের মালদহ ডিভিশনের রেল সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রচারাভিযান চালানো হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে। রেলওয়ে সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং রেললাইনের আশেপাশে দায়িত্বশীল আচরণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা হয় এই প্রচার অভিযানের মধ্য দিয়ে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পূর্ব রেলের মালদহ ডিভিশনের রেল সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক প্রচারাভিযান চালানো হচ্ছে রেল কর্তৃপক্ষের তরফে। রেলওয়ে সংলগ্ন এলাকায় ঝুঁকিপূর্ণ ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ করা এবং রেললাইনের আশেপাশে দায়িত্বশীল আচরণের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা হয় এই প্রচার অভিযানের মধ্য দিয়ে। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
3/5
অডিও ভিজ্যুয়াল ঘোষণা ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে রেল লাইন সংলগ্ন এলাকায় আরপিএফ আধিকারিকরা সচেতন করছেন সাধারণ মানুষকে। মালদহ রেল ডিভিশনের প্রতিটি স্টেশনের পাশাপাশি রেল লাইন লাগোয়া বসতি এলাকায় এই সচেতনামূলক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
অডিও ভিজ্যুয়াল ঘোষণা ও ইন্টারঅ্যাকটিভ সেশনের মাধ্যমে রেল লাইন সংলগ্ন এলাকায় আরপিএফ আধিকারিকরা সচেতন করছেন সাধারণ মানুষকে। মালদহ রেল ডিভিশনের প্রতিটি স্টেশনের পাশাপাশি রেল লাইন লাগোয়া বসতি এলাকায় এই সচেতনামূলক অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
4/5
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান,
মালদহ ডিভিশনের ডিআরএম মনিশ কুমার গুপ্তা জানান, "মানুষকে অবগত করা হচ্ছে যে, অনুমোদনবিহীন স্থানে রেললাইন পার হওয়া কেবলমাত্র প্রাণঘাতী নয়, বরং রেলওয়ে আইনের অধীনে দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি রেল লাইনের আশেপাশে সেলফি তোলা ও ভিডিও তোলার থেকেও বিরত থাকতে আহ্বান জানানো হচ্ছে। কারণ এসব অসচেতন আচরণ অতীতে বহু দুর্ঘটনার কারণ হয়েছে।" (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
5/5
যদি কোন ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে এক্ষেত্রে রেলওয়ে আইন, ১৯৮৯-এর বিভিন্ন ধারা, যেমন ধারা ১৪৭ তথা অনুপ্রবেশ এবং ১৫৩ অর্থাৎ অন্যদের নিরাপত্তা বিপন্ন করার অধীনে কঠোর আইনি ব্যবস্থা হতে পারে। যার মধ্যে রয়েছে ভারী জরিমানা এবং কারাদণ্ড।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
যদি কোনও ব্যক্তি এই নিয়ম লঙ্ঘন করে তাহলে এক্ষেত্রে রেলওয়ে আইন, ১৯৮৯-এর বিভিন্ন ধারা, যেমন ধারা ১৪৭ তথা অনুপ্রবেশ এবং ১৫৩ অর্থাৎ অন্যদের নিরাপত্তা বিপন্ন করার অধীনে কঠোর আইনি ব্যবস্থা হতে পারে। যার মধ্যে রয়েছে ভারী জরিমানা এবং কারাদণ্ড। (ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
advertisement