খোলা জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে চিতা! পায়ে হেঁটে সাফারি বন্ধ শিলিগুড়িতে

Last Updated:
1/6
• গতকালের ঘটনা ৷ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার থেকে উদাও হয়ে গিয়েছিল একটি চিতাবাঘ ৷ তারপর থেকেই আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে ৷ বন্ধ করে দেওয়া হয় জঙ্গল সাফারি ৷ প্রতীকী চিত্র ৷
• গতকালের ঘটনা ৷ শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের এনক্লোজার থেকে উদাও হয়ে গিয়েছিল একটি চিতাবাঘ ৷ তারপর থেকেই আতঙ্ক ছড়ায় পর্যটকদের মধ্যে ৷ বন্ধ করে দেওয়া হয় জঙ্গল সাফারি ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
2/6
• চিতাবাঘ ধরতে সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান ৷ কুনকি হাতির কয়েকটি দলকে নামানো হয় সচিন নামের ওই চিতাটিকে খুঁজতে ৷ গতকাল সারাদিনই পর্যটক ঢোকায় নিষেধাজ্ঞা জারি ছিল পার্কে ৷ নিজস্ব চিত্র ৷
• চিতাবাঘ ধরতে সঙ্গে সঙ্গে শুরু হয় তল্লাশি অভিযান ৷ কুনকি হাতির কয়েকটি দলকে নামানো হয় সচিন নামের ওই চিতাটিকে খুঁজতে ৷ গতকাল সারাদিনই পর্যটক ঢোকায় নিষেধাজ্ঞা জারি ছিল পার্কে ৷ নিজস্ব চিত্র ৷
advertisement
3/6
• বেঙ্গল পার্ক সূত্রে খবর, এনক্লোজারের ফেন্সিংয়ের উচ্চতা ১৮ ফুট৷ কী ভাবে ওত উঁচু ফেন্সিং টপকালো চিতাটি তা এখনও বোঝা যায়নি ৷ মনে করা হচ্ছে, এনক্লোজারের তার ছিঁড়ে বাঘটি চলে যায় তৃণভোজী প্রাণীর এনক্লোজারে ৷ তবে এখনও ধরা পড়েনি সচিন ৷ প্রতীকী চিত্র ৷
• বেঙ্গল পার্ক সূত্রে খবর, এনক্লোজারের ফেন্সিংয়ের উচ্চতা ১৮ ফুট৷ কী ভাবে ওত উঁচু ফেন্সিং টপকালো চিতাটি তা এখনও বোঝা যায়নি ৷ মনে করা হচ্ছে, এনক্লোজারের তার ছিঁড়ে বাঘটি চলে যায় তৃণভোজী প্রাণীর এনক্লোজারে ৷ তবে এখনও ধরা পড়েনি সচিন ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
4/6
• ফের আজ সকাল থেকে শুরু হয়েছে অপারেশন ‘সচিন’ ৷ চিতাবাঘকে ধরতে জলদাপাড়া থেকে আনা হয়েছে আরও দু’টি কুনকি হাতি ৷ নিজস্ব চিত্র ৷
• ফের আজ সকাল থেকে শুরু হয়েছে অপারেশন ‘সচিন’ ৷ চিতাবাঘকে ধরতে জলদাপাড়া থেকে আনা হয়েছে আরও দু’টি কুনকি হাতি ৷ নিজস্ব চিত্র ৷
advertisement
5/6
• অপারেশন সচিনে নেমেছেন সাফারি পার্কের ডিরেক্টরও ৷ তবে আজ পর্যটকদের জন্য খুলছে সাফারি পার্ক ৷ তবে পায়ে হেঁটে জঙ্গল সাফারি বন্ধ ৷ বন্ধ থাকছে এলিফ্যান্ট সাফারিও ৷ প্রতীকী চিত্র ৷
• অপারেশন সচিনে নেমেছেন সাফারি পার্কের ডিরেক্টরও ৷ তবে আজ পর্যটকদের জন্য খুলছে সাফারি পার্ক ৷ তবে পায়ে হেঁটে জঙ্গল সাফারি বন্ধ ৷ বন্ধ থাকছে এলিফ্যান্ট সাফারিও ৷ প্রতীকী চিত্র ৷
advertisement
6/6
• চিতাবাঘ ধরতে খাঁচা পাতা হয়েছে ৷ ১৫ টি খাঁচা পেতেছে বনদফতর ৷ নিজস্ব চিত্র ৷
• চিতাবাঘ ধরতে খাঁচা পাতা হয়েছে ৷ ১৫ টি খাঁচা পেতেছে বনদফতর ৷ নিজস্ব চিত্র ৷
advertisement
advertisement
advertisement