Snowfall Alert: সান্দাকফু, টুমলিংয়ে তুষারপাত! বরফে ঢেকেছে পাহাড়! চমকে দেওয়া তথ্য আবহাওয়া দফতরের! জানুন

Last Updated:
Snowfall Alert: ফের তুষারপাত ! হাড় কাঁপানো ঠান্ডা পাহাড়-সমতলে। আগামী ৪৮ ঘণ্টায় কী ঘটতে চলেছে? জানাল আবহাওয়া দফতর
1/5
দার্জিলিং : তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু ও টুমলিংয়ে। দার্জিলিংয়েও হাড় হিম করা ঠান্ডা। এদিন পূর্ব সিকিমের ছাঙ্গুতেও তুষারপাত হয়েছে।
দার্জিলিং : তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে যাওয়ায় তুষারপাত শুরু হয়েছে সান্দাকফু ও টুমলিংয়ে। দার্জিলিংয়েও হাড় হিম করা ঠান্ডা। এদিন পূর্ব সিকিমের ছাঙ্গুতেও তুষারপাত হয়েছে।
advertisement
2/5
সাদা তুষারের চাদরে ঢেকেছে ছাঙ্গুর শেরথাং এলাকা। এই সময় পাহাড়ে যথেষ্ট ভিড়। যে পর্যটকরা বর্তমানে সেখানে ঘুরতে গিয়েছেন স্বাভাবিকভাবেই তাঁরা ভীষণ খুশি।
সাদা তুষারের চাদরে ঢেকেছে ছাঙ্গুর শেরথাং এলাকা। এই সময় পাহাড়ে যথেষ্ট ভিড়। যে পর্যটকরা বর্তমানে সেখানে ঘুরতে গিয়েছেন স্বাভাবিকভাবেই তাঁরা ভীষণ খুশি।
advertisement
3/5
মরশুমে প্রথম এক অঙ্কে ঠেকল উত্তরের তাপমাত্রা গত বছর মকর সংক্রান্তির পরের দিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
মরশুমে প্রথম এক অঙ্কে ঠেকল উত্তরের তাপমাত্রা গত বছর মকর সংক্রান্তির পরের দিন শিলিগুড়ির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
4/5
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে গত বছরকে পিছিয়ে দিয়ে পারদ চেপেছে ৯-এর ঘরে। আগামী দু'দিন দার্জিলিয়ের উঁচু এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে গত বছরকে পিছিয়ে দিয়ে পারদ চেপেছে ৯-এর ঘরে। আগামী দু'দিন দার্জিলিয়ের উঁচু এলাকায় বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
5/5
পারদ পতন ঘটেছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহবিদরা।
পারদ পতন ঘটেছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও। আগামী ৪৮ ঘণ্টায় আবহাওয়ার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহবিদরা।
advertisement
advertisement
advertisement