মালদহে স্ট্যাম্প পেপারের চাহিদা হঠাৎ তুঙ্গে! কারণ জানলে চমকে উঠবেন

Last Updated:
এই বছরের আগস্ট মাস থেকে নাম পরিবর্তন ঠিকানা পরিবর্তন জন্মের সার্টিফিকেট সহ একাধিক বিষয় নিয়ে সাধারণ মানুষ আদালতে আসছেন। নথিপত্রগুলির একাধিক রকম ভুল-ত্রুটি ঠিক করে নিচ্ছেন
1/8
মালদহে চাহিদা বাড়ছে স্ট্যাম্প পেপারের। স্ট্যাম্প ভেন্ডর টেবিল সাজানো মাত্রই কয়েক ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে স্ট্যাম্প পেপার। কিন্তু কেন হচ্ছে এমনটা? আসল কারণ জানলে অবাক হবেন।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
2/8
জেলার আইনজীবিদের মতে, হঠাৎ স্ট্যাম্প পেপারের চাহিদা বাড়ার কারণ এসআইআর আতঙ্ক। আগে থেকেই কাগজপত্র ঠিক করতে চাহিদা বাড়ছে স্ট্যাম্প পেপারের। কারও নামের বানান ভুল তো কারোর জন্ম শংসাপত্র নেই। একাধিক নথি সংশোধনের জন্য প্রয়োজন পড়ছে এফিডেভিট। তাই মালদহ জেলা আদালত চত্বরে স্ট্যাম্প পেপারের চাহিদা বেড়েছে।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
3/8
ইতিমধ্যেই বিহার জুড়ে এসআইআর আতঙ্ক ব্যাপক আকার ধারণ করেছে। এবার সেই আতঙ্ক ঢুকে পড়েছে প্রতিবেশী রাজ্য পশ্চিমবঙ্গে। এসআইআর-এ বিহারে কয়েক লাখ ভুয়ো ভোটারের অস্তিত্ব পাওয়া গিয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
4/8
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, পুজোর পরে রাজ্যে এসআইআর লাগু হতে পারে। ফলে দিন যত এগিয়ে আসছে তত আতঙ্ক বাড়ছে। ভীত মানুষজন সবকিছু সামলাতে দৌড়চ্ছে আদালতে। তাঁদের কারোর নাম পরিবর্তন, কারোর ঠিকানা, বাবার নাম, নিজের নাম সেই সংক্রান্ত তথ্যগত ভুল রয়েছে। সেই সমস্ত ভুল সংশোধন করতে তাঁরা এখন দ্বারস্থ হচ্ছেন আদালতে।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
5/8
সেই সুযোগে স্ট্যাম্প পেপারের দাম ক্রমশ বাড়ছে। তবে যতই দাম হোক না কেন স্ট্যাম্প পেপার কিনতে মানুষের চাহিদা বেড়েই চলেছে। এক স্ট্যাম্প পেপার বিক্রেতা এজেন্ট বলেন, এটা ঠিকই যে কিছু অসাধু মানুষ বেশি দামে স্ট্যাম্প পেপার দামে বিক্রি করছে।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
6/8
আতঙ্কিত মানুষের ভিড় আদালতে বাড়ছে। সে কথা স্বীকার করে নিয়েছে মালদহ জেলা আদালতের আইনজীবীরা। তাঁরা জানান, এসআইআর নিয়ে এখানকার মানুষ এখন ভীত। নিজেদের সমস্ত নথিপত্র সঠিক রাখতে প্রতিদিন আদালতে ভিড় করছেন।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
7/8
তাঁরা আরও বলেন, এই বছরের আগস্ট মাস থেকে নাম পরিবর্তন, ঠিকানা পরিবর্তন, জন্মের সার্টিফিকেট সহ একাধিক বিষয় নিয়ে সাধারণ মানুষ আদালতে আসছেন। নথিপত্রগুলির নানান ভুল-ত্রুটি ঠিক করে নিচ্ছেন। আর এই সবটাই হচ্ছে এসআইআর এর জন্য বলে দাবি আইনজীবীদের।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
8/8
নির্বাচন কমিশন এখনও অব্দি রাজ্যে এসআইআর লাগু করেনি। তবে তা হ‌ওয়ার সমূহ আশঙ্কা আছে বঙ্গবাসীর। তাই আগে থেকেই নথিপত্র ঠিক করতে মালদহ জেলা আদালত চত্ত্বরে ভিড় জমছে জেলাবাসীর।[ছবি ও তথ্য: জিএম মোমিন]
advertisement
advertisement
advertisement