মালদহে স্ট্যাম্প পেপারের চাহিদা হঠাৎ তুঙ্গে! কারণ জানলে চমকে উঠবেন
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Jiam Momin
Last Updated:
এই বছরের আগস্ট মাস থেকে নাম পরিবর্তন ঠিকানা পরিবর্তন জন্মের সার্টিফিকেট সহ একাধিক বিষয় নিয়ে সাধারণ মানুষ আদালতে আসছেন। নথিপত্রগুলির একাধিক রকম ভুল-ত্রুটি ঠিক করে নিচ্ছেন
![মালদহে চাহিদা বাড়ছে স্ট্যাম্প পেপারের। স্ট্যাম্প ভেন্ডর টেবিল সাজানো মাত্রই কয়েক ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে স্ট্যাম্প পেপার। কিন্তু কেন হচ্ছে এমনটা? আসল কারণ জানলে অবাক হবেন।[ছবি ও তথ্য: জিএম মোমিন] মালদহে চাহিদা বাড়ছে স্ট্যাম্প পেপারের। স্ট্যাম্প ভেন্ডর টেবিল সাজানো মাত্রই কয়েক ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে স্ট্যাম্প পেপার। কিন্তু কেন হচ্ছে এমনটা? আসল কারণ জানলে অবাক হবেন।[ছবি ও তথ্য: জিএম মোমিন]](https://images.news18.com/static-bengali/uploads/2025/09/HYP_5428024_img_20250904_111603_watermark_04092025_113245_2.jpg?impolicy=website&width=827&height=620)